৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান : সেট নম্বর-৩; কোড : বেলী

লিখেছেন লিখেছেন আবু আশফাক ২৫ মে, ২০১৩, ০৮:৪৫:৩৪ সকাল

৩৪তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাস হওয়ার গুঞ্জনের মধ্যেই ২৪ মে অনুষ্ঠিত হয়েছে প্রিলিমিনারি পরীক্ষা। তবে ফাস হওয়া পশ্নপত্রের সাথে অনুষ্ঠিত হওয়া প্রশ্নপত্রের মিল পাওয়া যায়নি। পরীক্ষার্থী বন্ধুরা অবশ্যই চিন্তার মধ্যে আছেন যে, তাদের কতটি প্রশ্ন সঠিক হয়েছে আর কতটি ভুল হয়েছে। কারণ ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কর্তন করার রীতি রয়েছে। তাদের সেই চিন্তাকে দূর করতেই আমার এ ক্ষুদ্র প্রয়াস।

সেট নম্বর-৩ কোড : বেলী; পরীক্ষা অনুষ্ঠিত হয় : ২৪ মে ২০১৩


১. নিচের কোন সংস্থাটি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে?

খ. UNESCO

1-20 নম্বর প্রশ্নের সমাধান এখানে-

২১-১০০ নম্বর প্রশ্নগুলোর শুধু সঠিক উত্তর দেওয়া হলো-

২১. সমুদ্রের তলদেশে ভুমিকম্প

২২. চিনি জাতিয় খাবার খেলে এ রোগ হয়

২৩. বৃষ্টিপাত

২৪. পরমানু শক্তি

২৫. পানি সেচ

২৬. রুপা

২৭. খেসারী

২৮. শ্বসন

২৯. ঘনত্ব বেশি

৩০. সালফিউরিক

৩১. ৯০

৩২. ১৯৬ বর্গ মিটার

৩৩. ৮

৩৪. 2X

৩৫. {1,2,3}

৩৬. ৮

৩৭. ৪

৩৮. ৪২

৩৯. ৭৫

৪০. ১৫

৪১. ৬ সমকোণ

৪২.১২০

৪৩. ৭

৪৪. ১.৯২

৪৫. ৮

৪৬.সংসারের প্রতি গভীর মনোযোগ দিবেন

৪৭. ১১

৪৮. ক এর মামা চ

৪৯. নিঃসর্গ

৫০. ??

৫১. ১৯০৭

৫২. ৬৫০-১২০০

৫৩. জয়নন্দি

৫৪. ১২০১-১৩৫০

৫৫. উইলিয়াম কেরি

৫৬. ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর (তবে তাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয় আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলা হয়।)

৫৭. বেতাল পঞ্ছবিংশতি

৫৮. রামনারায়ন তর্করত্ন

৫৯. নীলকরদের অত্যাচার

৬০. রবীন্দ্রনাথ ঠাকুর

৬১. পঞ্চতন্ত্র

৬২. অক্ষয়কুমার দত্ত

৬৩. কবর

৬৪. রবীন্দ্রনাথ ঠাকুর

৬৫. রাখালী

৬৬. শামসুর রাহমান

৬৭. হুমায়ুন আহমেদ

৬৮. হাঙ্গর নদী গ্রেনেড

৬৯. আলতাফ মাহমুদ

৭০. সৈয়দ আলী আহসান

৭১. Florence Nightingale

৭২. All of the above

৭৩. A full moon day

৭৪. 31 May

৭৫. Marine Ecosystem

৭৬. ২২ yards

৭৭. Brettonwood conference

৭৮. Aedes aegypti mosquito

৭৯. Hague

৮০. 13

৮১.Malaysia

৮২. Europe

৮৩. Green parts of the plants

৮৪. Personal Computer

৮৫. Were

৮৬. Astronomy

৮৭. First Speech

৮৮. Nota Bene

৮৯. Stallion

৯০. Animals

৯১. ১০ এপ্রিল ১৯৭১

৯২. ১৭ মার্চ ১৯২০

৯৩. ফেনী

৯৪. ১৯৬৪

৯৫. ৭ এপ্রিল ১৯৭৩

৯৬. ১৭৯৩

৯৭. বিশ্বব্যঙ্ক

৯৮. নাফ

৯৯. সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন

১০০. বৈজ্ঞানিক

বি. দ্র. কোনো উত্তরের ব্যাপারে প্রশ্ন থাকলে মন্তব্যে প্রকাশ করুন।

বিষয়: বিবিধ

১৭৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File