আজ অনুষ্ঠিত ৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান-১ (বিসিএস পরীক্ষার্থী বন্ধুদের জন্য)
লিখেছেন লিখেছেন আবু আশফাক ২৪ মে, ২০১৩, ০৬:৪২:৫৯ সন্ধ্যা
৩৪তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাস হওয়ার গুঞ্জনের মধ্যেই আজ অনুষ্ঠিত হয়েছে প্রিলিমিনারি পরীক্ষা। তবে ফাস হওয়া পশ্নপত্রের সাথে অনুষ্ঠিত হওয়া প্রশ্নপত্রের মিল পাওয়া যায়নি। পরীক্ষার্থী বন্ধুরা অবশ্যই চিন্তার মধ্যে আছেন যে, তাদের কতটি প্রশ্ন সঠিক হয়েছে আর কতটি ভুল হয়েছে। কারণ ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কর্তন করার রীতি রয়েছে। তাদের সেই চিন্তাকে দূর করতেই আমার এ ক্ষুদ্র প্রয়াস।
সেট নম্বর-৩ কোড : বেলী
পরীক্ষা অনুষ্ঠিত হয় : ২৪ মে ২০১৩
১. নিচের কোন সংস্থাটি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে?
ক. UNDP
খ. UNESCOগ. UNICEF
ঘ. UNCTAD
২. “তাহরির স্কয়ার” কোথায় অবস্থিত?
ক. সিউল
খ. আম্মান
গ. কায়রোঘ. তেহরান
৩. কোনটি D-৮ ভুক্ত দেশ নয়?
ক. নাইজেরিয়া
খ. ভারতগ. মালয়েশিয়া
ঘ. তুরস্ক
৪. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. লন্ডনখ. নিউইয়র্ক
গ. প্যারিস
ঘ. ভিয়েনা
৫. “আরব বসন্ত” বলতে কি বুঝায়?
ক. আরবের বিভিন্ন দেশে গণজাগরণখ. আরব অঞ্চলে বসন্তকাল
গ. আরব রাজতন্ত্র
ঘ. আরবীয় মহিলাদের মতায়ন
৬. আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?
ক. ফিজি
খ. ভ্যাটিকানগ. কুয়েত
ঘ. মালদ্বীপ
৭. এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
ক. নেপালখ. ভারত
গ. ভূটান
ঘ. মালদ্বীপ
৮. “লয়াজিরগা” কোন দেশের আইন সভা?
ক. ফিজি
খ. সিরিয়া
গ. লেবানন
ঘ. আফগানিস্তান
৯. কোপেন হেগেন কোন দেশের রাজধানী?
ক. ডেনমার্কখ. বেলজিয়াম
গ. ভিয়েতনাম
ঘ. আর্মেনিয়া
১০. শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?
ক. মিসর
খ. ইরাক
গ. ইরান
ঘ. থাইল্যান্ড
১১. ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?
ক. ফসফরাস
খ. নাইট্রোজেনগ. পটাসিয়াম
ঘ. সালফার
১২. পরমাণুর নিউকিয়াসে কী কী থাকে?
ক. নিউট্রন ও প্রোটনখ. ইলেকট্রন ও প্রোটন
গ. নিউট্রন ও পজিট্রন
ঘ. ইলেকট্রন ও পজিট্রন
১৩. রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?
ক. অক্সিজেন পরিবহন করাখ. রক্ত জমাট বাধতে সাহায্য করা
গ. রোগ প্রতিরোধ করা
ঘ. উপরে উল্লিখিত সব কয়টিই
১৪. সুষম খাদ্যের উপাদান কয়টি?
ক. ৪টি
খ. ৬টি
গ. ৫টি
ঘ. ৮টি
১৫. ইনসুলিন নিংসৃত হয় কোথা থেকে?
ক. অগ্ন্যাশয় হতেগ. লিভার হতে
খ. প্যানক্রিয়াস হতে
ঘ. পিটুইটারী গ্লান্ড হতে
নোট : প্যানক্রিয়াস (Pancreas)-এর বাংলা প্রতিশব্দ অগ্ন্যাশয়।
১৬. পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়-
ক. পটকা মাছ
খ. হাঙ্গর
গ. শুশুকঘ. জেলী ফিস
১৭. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল-
ক. গ্লাইকোজেনখ. গ্লুকোজ
গ. ফ্রুক্টোজ (Fructose)
ঘ. সুক্রোজ
১৮. প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-
ক. জুওলজী
খ. বায়োলজী
গ. ইভোলিউশন
ঘ. জেনেটিক্স
১৯. কোন খাদ্রে প্রোটিন বেশি?
ক. ভাত
খ. গরুর মাংসঘ. ময়দা
গ. মসুর ডাল
২০. হাড় ও দাঁতকে মজবুত করে-
ক. আয়োডিন
খ. আয়রন
গ. ম্যাগনেসিয়াম
ঘ. ক্যালসিয়াম ও ফসফরাস
বাকীগুলো এখানে দেখুন-
২১-১০০ পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান এখানে দেখুন-
বিষয়: বিবিধ
৩৯২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন