রাজাকার, রাজাকারপন্থী, রাজাকারের বাচ্চাদের ..... কলামের নির্ঘণ্ট : ছড়ায় ছড়ায়
লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৩ মে, ২০১৩, ০৭:২১:১৬ সন্ধ্যা
ম তে মুনতাসির মামুন
রাজাকারের বাচ্চা
চাচা তাহার মখা মিয়া
ভাতিজা বড় আচ্ছা।
মুনতাসিরে কলাম লিখে
ছাপে জনকণ্ঠ
আওয়ামীলীগ ছাড়া সব রাজাকার
তার লেখার নির্ঘণ্ট।
জিয়া, বাঘা সিদ্দিকী ভাই
আরো আছে যারা
বিবেক নিয়ে কথা বললেই
রাজাকার হয় তারা।
কিন্তু যারা রিক্রুটকারী
মখার মতো নেতা
মূল রাজাকার তারা হলেও
শোনার নেইকো শ্রোতা।
রাজাকারকে রাজাকার বলায়
সিদ্দিকী হয় শত্রু
বীরউত্তম হয়েও ননতো তিনি
আওয়ামীদের মিত্র।
বিবেক বিহীন হ্যা হজুর আর
ধামাধরা যারা
আওয়ামীলীগে শীর্ষে আছে
রাম বাম আর তারা।
বিষয়: বিবিধ
১৪৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন