আসুন আল কুরআনের অর্থ শিখি : পর্ব-১
লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৮ জানুয়ারি, ২০১৩, ১২:৩৩:৪৭ দুপুর
সূরা ফাতিহা, অর্থ : ভূমিকা
বাংলা অর্থ আরবী
আশ্রয় চাওয়া- عِيَاذ
আমি আশ্রয় চাই- اَعُوْذُ
সর্বনাম: থেকে, সঙ্গে, দ্বারা, মধ্যে- بِ
সর্বনাম: থেকে, হতে, কিছু হতে, তখন- مِنْ
বিতাড়িত, অভিশপ্ত- رَجِيْمٌ
বিশেষ্য: নাম- اِسْمٌ
অশেষ দয়াবান- اَلرَّحْمٰنُ
অতীব মেহেরবান- اَلرَّحِيْمٌ
সকল প্রকার প্রশংসা, সমস্ত প্রশংসা- اَلْحَمْدُ
সর্বনাম: জন্য, কারণে- لِ
সৃষ্টিকুলের রব/ প্রতিপালক- رَبِّ الْعَالَمِيْنَ
মালিক, প্রভু, রাজা- مَالِكِ
দিন- يَوْمَ
ন্যায়বিচার, ধর্ম, ঈমান, বিশ্বাস- اَلدِّيْن
একমাত্র তোমারই, কেবল তোমাকেই- اِيّاَكَ
আমরা ইবাদত করি- نَعْبُدُ
এবং- وَ
আমরা সাহায্য চাই- نَسْتَعِيْنُ
সাহায্য চাওয়া- اِسْتَعَانَ
হেদায়ত কর, পথ দেখাও- اِهْدِ
আমাদেরকে- نَا
রাস্তা, পথ- صِرَاطَ
সোজা, সঠিক, মজবুত, ন্যায়পরায়ণ, সৎ- مُسْتَقِيْمٌ
যারা, যাদেরকে- اَلَّذِيْ
তুমি নিয়ামত দান করেছ, পুরষ্কৃত করেছ- اَنْعَمْتَ
সর্বনাম : তাদের ওপর- عَلَيْهِمْ
ব্যতীত, ছাড়া, বাদে- غَيْر
যাদের ওপর গযব পড়েছে- مَغْضُوْبٌ
না, নাই- لاَ
যারা পথভ্রষ্ট, বিভ্রান্ত - اَلضَّآلِّيْنَ
বিষয়: বিবিধ
১৫৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন