এ লজ্জা কোথায় রাখি ?

লিখেছেন লিখেছেন স্বপ্নের বাঙলা ১৮ জানুয়ারি, ২০১৩, ০৭:০৯:৫৪ সকাল



বাংলাদেশ, মিশর, লিবিয়া, তুরস্ক বলতে গেলে

দুনিয়ার প্রায় সব মুসলমান সংখ্যাঘরিষ্ট দেশের অবস্থা দেখে নিজেরই লজ্জা লাগে ! মনে হয় দুনিয়াতে মুসলমান থেকে মুসলমান নামের মুনাফেক বেশি ? ধর্মনিরপেক্ষ - ধর্মনিরপেক্ষ রাষ্ট বলতে বলতে এই মুনাফেকরা নিজের সাথে সাথে গোটা মানব জাতিকে বিভ্রান্ত করছে | কিছু নব্য প্রগতীশীলরা এই ধর্মনিরপেক্ষ মতবাদে এতটাই দীক্ষিত যে মহান রবের - দুনিয়ার মালিকের মতবাদকে মানা তো দুরে থাক একে জঙ্গিবাদ - মৌলবাদ - নারীবিরোধী আক্ষা দিতেও পিছপা হচ্ছে না । এদের মতে ইসলাম ব্যক্তি জীবনের অনুশাসন -রাষ্টীয় নয় ? হায় মুসলমান কত শিক্ষা গ্রহণ করে কিন্তু নিজের প্রভুর দীন ইসলাম নিজে তো শিখেই না বরং এর অপব্য্খা করে ! মনে হয় দুনিয়ার সকল মানবতা বুঝি তাদের মাথাতেই জন্ম ? তারা ভুলে গেছে কে তাদের মানবতা শিক্ষা দিলেন !!!

এ লজ্জা কোথায় রাখি ?

মহান আল্লাহ আমাদের রক্ষা করুন ।

বিষয়: রাজনীতি

১১৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File