নিন্দা জানাই, নিন্দা জানাই, নিন্দা জানাই
লিখেছেন লিখেছেন মাতৃভূমি ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:২৮:০৯ দুপুর
(দের ঘণ্টা ধরে ওয়েট করছি, কারণ ২ ঘণ্টার আগে ২য় আরেকটি পোস্ট দেওয়া যায় না টুডে ব্লগে)
'সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে শাহাবাগ থানায় 'দৈনিক আমার দেশ'র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে পুলিশের মামলা । শনিবার দুপুরে ডিএমপির শাহবাগ থানায় এসআই বদরুল আলম এ মামলা দায়ের করেন।'
বিশ্বের সব ভাষাতে এই অন্যায়ের আমি তৃব্র নিন্দা জানাই, এই মামলা বাকস্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার উপর নির্মম কুঠারাঘাত । দেশে আজ বিপন্ন সৎ, নির্ভীক ও সাহসী সাংবাদিকতা । আজ মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে, কাল আমার বিরুদ্ধে মামলা করা হবে। এভাবে আসলে চলতে পারে না। কলমের পাশাপাশি চাই সর্বত্র জনপ্রতিরোধ।
বিষয়: বিবিধ
১৪২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন