একজন মুসলিম বলছি !
লিখেছেন লিখেছেন মোরশেদ সরকার ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:২১:২১ দুপুর
হয়তো আমি নাস্তিকদের মত অনেক বেশি কিছু জানি না বলেই এই লেখায় অনেক ভুল থাকবে।
আমি ইসলাম ও কুরআন বিশ্বাস করি।আমি পাঁচ ওয়াক্ত নামায আদায় করি, মাঝে মাঝে কুরআনও তেলোয়াত করি।নাস্তিকরা বলতে পারে কেন করি?কারন আমি আল্লাহ বিশ্বাস করি; আমি আল্লাহ বিশ্বাস করে মনে শান্তি পাই। যখন চারপাশ থেকে চাপে পরি, কেউ থাকে না আমাকে সাহায্য করার, যখন ভরসা দেয়ার মত কেউ থাকে না; তখন আমি আমি আল্লাহ্র নাম ডাকি।আমি শান্তি পায় মনে, আমার সমস্যা গুলো সমাধান হয়ে যায়।
এই আধুনিক যুগে ইসলামের সবগুলো বিধান আমি চেষ্টা করলেও মেনে চলতে পারি না।কারন আমি সবসময় সত্যি কথা বলি না, অনেক সময়ই জেনে বুঝে পাপ কাজ করি, আমার মুখে দাঁড়ি নেই, আমি আধুনিক প্রযুক্তি ব্যাবহার করি, মানুষের নামে গীবতও করি, গান শুনি, সিনেমা দেখি, হয়তো স্বার্থপরের মত আচরণ করি। তারপরও আমি আস্তিক।সব কিছুর পরও আমি একজনের কাছেই মাফ চাই।আমার ভরসা আছে তার উপর সবসময়। আমি দেখেছি দুঃসময়ে তার কাছে চাইলে সে আমার অনেক চাওয়াই পূরণ করে দেয়।
কিন্তু নাস্তিকরা তো কাউকেই বিশ্বাস করে না। ওরা মনের শান্তি কিভাবে পাবে? একজন হিন্দু ভগবান বিশ্বাস করে, খ্রিস্টান ঈশ্বর বিশ্বাসী।তারাও তাদের দুঃসময়ে ভগবান-ঈশ্বরকে কাছে পাবে।কিন্তু নাস্তিকরা কাকে পাবে?
বিষয়: বিবিধ
১৩৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন