বাংলাদেশের ওপর দিয়ে ভারতের পণ্য পরিবহন শুরু
লিখেছেন লিখেছেন মাতৃভূমি ১০ জুন, ২০১৩, ০৯:১৭:২৭ রাত
বাংলাদেশের ওপর দিয়ে ত্রিপুরা রাজ্যে পণ্য পরিবহন শুরু করেছে ভারত। বাংলাদেশের কাছ থেকে অনুমতি পেয়ে কলকাতার হলদিয়া বন্দর থেকে পণ্য নিয়ে একটি জাহাজ রওনা হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ নদীপথ হয়ে জাহাজটি আশুগঞ্জ বন্দরে এসে পৌঁছবে। এরপর ট্রাকে তা আখাউড়া সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে চলে যাবে।
ভারতের অভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষের চেয়ারম্যান বিশ্বপতি ত্রিবেদী গত শুক্রবার পশ্চিমবঙ্গে বেঙ্গল চেম্বার অব কমার্সের এক সেমিনারে বলেন, বাংলাদেশের ওপর দিয়ে পণ্য পরিবহন দুই দেশের জন্যই উইন-উইন অবস্থান সৃষ্টি করবে। এর মাধ্যমে দুর্গম উত্তর-পূর্বাঞ্চলে খাদ্যশস্য সরবরাহে ভারতের খরচ অনেক কমে আসবে। সেই সঙ্গে বাংলাদেশের যোগাযোগ খাত এ পণ্য পরিবহন করে অর্থ আয় করতে পারবে। কারণ চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশী সব বাহনেই এ পণ্য পরিবহন করা হবে। প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য পরিবহনের পরিকল্পনার কথাও সেমিনারে জানান ত্রিবেদী।
এদিকে গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, মানবিক দিক বিবেচনা করেই ভারতকে খাদ্যপণ্য পরিবহনের সুযোগ দেয়া হয়েছে। তবে এজন্য বেশকিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে, যা পরে জানানো হবে।
এটি ট্রানজিটের আওতায় পণ্য পরিবহন কিনা— এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগের কর্মকর্তা জানান, এটি ট্রানজিটের আওতায় পণ্য পরিবহন নয়। মানবিক দিক বিবেচনা করেই ১০ হাজার টন পণ্য পরিবহনের অনুমতি দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
এক্ষেত্রে বাংলাদেশের নৌপথ দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে পণ্য পরিবহন করবে দেশটি। পণ্য পরিবহন হবে বাংলাদেশের লাইটারেজ বা উপকূলীয় জাহাজের মাধ্যমে। এসব জাহাজ জ্বালানি সংগ্রহ করবে বাংলাদেশ থেকে। এর মাধ্যমে জ্বালানিতে দেয়া সরকারের ভর্তুকির পরোক্ষ সুবিধা পাবে ভারত।
বিষয়: বিবিধ
১২৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন