ঢাবি সেন্ট্রাল মসজিদ থেকে নামাজ না পড়ে চলে এলাম.........
লিখেছেন লিখেছেন বাধনহারা ১০ জুন, ২০১৩, ০৮:৫৭:৫২ রাত
গতকাল আসরের নামাজ পড়তে গিয়ে দেখি নামাজ পড়ানোর জন্য সৈয়দ ইমাম উদ্দিন রেডি হচ্ছেন......
তা দেখে আমার বিবেক কে জিজ্ঞাসা করলাম ...
এই লোক তো এমন একজনের জানাজা পড়িয়ে গর্বের কথা প্রকাশ করেছিল,
যে লোকটা নাস্তিক ও খোদাদ্রোহী
শুধু তাই নয় সে লোকটা আল্লাহ ও মোহাম্মদ সঃ কে যাচ্ছেতাই ভাষায় গালি দিয়ে তার বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছিল।
সেই লোকের নামাজে জানাজা পড়িয়ে যিনি গর্ববোধ করেছিলেন সেই লোকের পিছনে কোন সচেতন মুসলমানের নামাজ হবে কিনা? বা তিনি আদৌ মুসলমান কিনা?
আমি যেহেতু মুফতী নই তাই কোন সিদ্ধান্তে না গিয়ে ওনার পিছনে নামজ থেকে বিরত থাকার জন্য একা নামাজ আদায় করে চলে এলাম।
আমার অবাক লাগে বাংলাদেশ তো সেই দেশ যেদেশের জাতীয় মসজিদের ইমাম ওবায়দুল হক সাহেব কবির চৌধুরীর জানাজা যাতে পড়াতে না হয় সেজন্য আত্মগোপন করেছিলেন!
বাংলাদেশ তো সেই দেশ যে দেশ থেকে তাস্লিমা নাসরিন ও আহমেদ শরিফকে খোদাদ্রোহিতার জন্যে বহিস্কার করা হয়েছিল !
সেদেশে কিভাবে আবারো তাসলিমা নাসরিনের বই একুশে বইমেলায় মোড়ক উন্মোচন হয়?
সেদেশে কিভাবে হুমায়ুন আযাদের ন্যায় জঘন্য লেখকের নামে স্তুতির বন্য ছুটানো হয়?
সেদেশে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত প্রতিষ্ঠানের শিক্ষক ও সেন্ট্রাল মসজিদের ইমাম এমন জঘন্যতর কাজ করতে পারেন?
সেদেশে কিভাবে পাঠ্যপুস্তকে কবীর চৌধুরীর মত জঘন্য লেখকের কবিতা থাকে?
এ জাতির সেই বলিষ্ঠ ঈমান কি তাহলে বিক্রি হয়ে গেল?
বিষয়: বিবিধ
১৫৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন