শরীরের সমস্ত শক্তি দিয়ে চিত্কার করে প্রশ্নকরতে চাই।
লিখেছেন লিখেছেন রাইস উদ্দিন ২৪ জানুয়ারি, ২০১৩, ০১:৩১:৪৭ দুপুর
শরীরের সমস্ত শক্তি দিয়ে
চিত্কার করে প্রশ্নকরতে চাই।
যে দেশে তিন বছরের শিশু কন্যা হয় ধর্ষিতা,
ধর্ষনের সেঞ্চুরী হয় দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ
কলেজ বিশ্ববিদ্যালয় গুলোতে।
সে দেশে কি করে ৭১এর কথিত ধর্ষকদের ফাসিঁতে ঝুলানো রপায়তারা চলছে প্রহসনের বিচাররের নামে?
যারা বিশ্বাসীদের অর্ন্তরভূক্ত!
স্রষ্টার অনুগত হয়ে তারঁই প্রতিনিধির দায়িত্বপালনে
আনুগত্যরে শপথ নিয়ে ময়দানে তত্পর।শেষ রাতে তাহাজ্জ্বতে রজু থাকে তাদের ধর্ষক বলে আখ্যায়িত করলে বিতারিত শয়তানও খিলখিল হাসে।
গায়েরে জুড়ে যাদের ফাসিতে ঝুলাবে, স্মরন রেখো তাদের রব তোমার বিপরিদে অধীক শক্তিশালি।
তিনি হাশরের দিন তোমাদের গলে এমন রশির বেড়ি পড়াবেন তা হবে প্রজ্জ্বলতি আগুন।
আজ যারা নিরিহ কাল তারা হবে সহীদ।
হয়তো তুমরা প্রশ্নকরবে তাহলে ভয় কেন?
ও রে মূর্খরে দল ভয় নয়!
এসব অন্যায়ের রুদ্ধে প্রদিবাদ মাত্র।
জালিমের বিরেুদ্ধে আওয়াজ তুলা জিহাদ।
বিষয়: বিবিধ
১১০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন