সাভারের স্মৃতিনিয়ে আমার এ গানটি কেউ সূরকরে দিলে কৃতজ্ঞ থাকবো!
লিখেছেন লিখেছেন রাইস উদ্দিন ৩০ এপ্রিল, ২০১৩, ০৩:৩২:০০ দুপুর
স্বজনহারা মানুষের অহাজারি রুনাজারী
সাভারের বাতাস আজ হয়েছে ভারী
চোখের পানি শুকিয়ে গেছে
এ যেন এক মৃত্যু পুরি।
দেয়ালের পাশে দাড়িয়ে শিশুটি কাদেঁ
মা তার আসবে কখন ফিরে?
জীবনের কাছাকাছি এসেও
শাহানা ফিরলোনা বাড়ি!
মুবাইলে কথা হতো নাজমার সাথে
চার দিন যেতেই কথা গেছে থেমে
বোনহারা ভাই আর মা হারা ছেলে
ছবিঁ বুকে কাদছে ওদের গগনবিদারী।
বুক ফাটা কান্না শোনে
মূখের ভাষা হারিয়ে গেছে
কেউ কি জানতো এমনি করে
নিভে যাবে এত গুলো জীবন প্রদ্বীপ?
বিষয়: বিবিধ
১৭৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন