অশ্লীল বিজ্ঞাপনের ছড়াছড়িঃ হাইলাইটস করা হচ্ছে নারীর দেহকে। বাড়াচ্ছে ধর্ষনের প্রবণতা

লিখেছেন লিখেছেন শরফুদ্দিন আহমদ লিংকন ২৪ জানুয়ারি, ২০১৩, ০১:৫৭:২৫ দুপুর

আমি বাসে বসা। ঢাকার রাজপথে। বারবার বাহিরের দিকে তাকানোর সাথে সাথেই আবার চোখ ফিরিয়ে নিতে হচ্ছে। কারন একটু পরপরই চোখে পড়ছে অশ্লীল বিলবোর্ড।

আমাদের যুব সমাজকে একের পর এক কুপথে নিয়ে যাচ্ছে এসব অশ্লীলতা। যার ফলে দেশে এখন চলছে ধর্ষনের মৌসুম।

আমরা ধর্ষন বন্ধের জন্য মানব বন্ধন করি, কিন্তু ধর্ষনের উষ্কানিমূলক এসব বিলবোর্ডের বিরুদ্ধে আমরা নীরব।

আমি মনে করি আমাদের উচিৎ ধর্ষন বন্ধের জন্য মানববন্ধন করার আগে এসব অশ্লীলতা বন্ধের জন্য মানব বন্ধন করা।

এসব বিলবোর্ড যে শুধু মাত্র ধর্ষনে উষ্কানি দিচ্ছে তা নয়, এগুলো পণ্যের চেয়ে নারীর দেহকেই বেশি হাইলাইটস করছে। এর ফলে অপমানিত হচ্ছে নারী সমাজ।



একটি কোম্পানির দুধের বিজ্ঞাপন দিতে এ বিলবোর্ডটি লাগানো হয়েছিল। যা পুরোপুরি অশ্লীল। এখানে মেয়েটির ছবির জায়গায় একটি বাচ্ছা ছেলে বা মেয়ের ছবি দেয়া যেত। তাহলে তা এত অশ্লীল হতো না।

গ্রামীন ফোনের বিভিন্ন বিলবোর্ডে এবং বিভিন্ন ওয়েব সাইটে "চলো বহুদূর" লেখা এ বিজ্ঞাপনটি অনেকেরই নজরে পড়ে।



এ জাতীয় গ্রামীন ফোনের আরো কতগুলো বিজ্ঞাপন থাকেলেও এটি বেশ অশ্লীল। "চলো বহুদূর" লেখা একটি বিজ্ঞাপনে ছোট শিশুর ছবি দেয়া হয়েছে যা দেখতে যেমন সুন্দর তেমনই তার মধ্যে কোন অশ্লীলতা নেই। কিন্তু এখানে তারা যে ছবি দিয়েছে তা সমাজকে দূষিত করার জন্য ব্যপক ভূমিকা রাখতে পারে।

আদিম যুগের লোকেরা নাকি গাছের লতাপাতা পরিধান করতো। কুল বডি স্প্রের বিলবোর্ডে মনে হয় এমন আদিম কিছু লোককে মডেল হিসাবে ব্যবহার করা হয়েছে, যাদের গায়ে জামা কাপড় নেই। লজ্জাস্থান গাছের লতাপাতা দিয়ে ঢাকা।



এ ছবিটি কী ধর্ষনের উষ্কানিমূলক নয়!!!

শাড়ির বিজ্ঞাপন দিতে গিয়ে একটি কোম্পানি ব্যবহার করলো এ ছবিটি-



এসব বিজ্ঞাপন ইচ্ছা না থাকলেও দেখতে হচ্ছে আমাদেরকে। কামুক প্রকৃতির লোকেরা এতে আশক্ত হয়ে পড়ছে ধর্ষনের প্রতি। আর আমাদের মানবাধিকার সংগঠনের লোকেরা মানব বন্ধন করছে ধর্ষনের বিরুদ্ধে। কিন্তু তাদের চোখের সামনেই এসব অশ্লীল বিলবোর্ড। এগুলোর বিরুদ্ধে বলার কেউ নেই!

এসব অশ্লীল বিলবোর্ডের বিরুদ্ধে জনমত গঠনের জন্য সচেতন ও বুদ্ধিজীবি মহলের হস্তক্ষেপ কামনা করছি।

(শালীনতা যাতে নষ্ট না হয় সেজন্য কোন কোন ছবির কিছু অংশ ঢেকে দেয়া হয়েছে)

বিষয়: বিবিধ

৩০৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File