'' আজ প্রথম বারের মতো রাস্তায় কেঁদে ফেললাম, ''
লিখেছেন লিখেছেন মুক্তবাতাস ১৫ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:০৮:৪৪ রাত
আমার বোন এই মাত্র আমাকে তা বলল, কেঁদে কেঁদে, আমি সবার কাছে জানতে চাই কি দোষ এই ছেলেদের ? তারাত ার কিছু চায়না , শুধু চায় আল্লাহর সন্তুষ্টি, তাহলে কেন তাদের উপর এত অত্যাচার, ??
''আজ প্রথম বারের মত রাস্তায় কেঁদে ফেললাম,
মাত্র আধা ঘণ্টা আগে, আমরা তিন বান্ধবী পাবনা থেকে ফিরলাম, রাজশাহী স্ট্যেশনে আসে নামলাম ( ওরা রাজশাহীতে পড়ে, পাবনায় বান্ধবীর সাথে বেড়াতে গিয়েছিল , যা দেখে কাদলাম তাহল, , ,
ট্রেইনে উঠলাম ৩ জন, ২ জন পাশাপাশি সিট পেলাম, ৩য় সিট এ একজন ভাইয়া, অনেক সিনিয়র হবে আমাদের চেয়ে, মনে হল কোন ইউনিভার্সিটিতে পরেন, উনাকে বললাম, ভাইয়া একটু ঐ পাশের সাইট বসবেন? আমরা একসাথে বসে যেতাম, ,
উনি বললেন আচ্ছা বসো, বলে পাশের সাইট চলে গেলেন, সারা রাস্তায় ফেইস বুক হোম পড়তেঁ পড়তে আসছিলাম, রাজশাহীতে এসে ষ্টেশনে নামলাম,
হঠাত ৫০/৬০ জনের মতো পুলিশ হুরমুর করে ট্রেইনের দিকে আসতেছে, আমাদের আসেপাশের ৪/৫ ছেলেকে কোলার ধরে টেনে নিল, পিছে তাকিয়ে দেখি ঐ ভাইয়াকে ৪/৫ পুলিস থাপ্পড় লাতি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে,
আমরা তিনজন নেকাবি, তাই জামাতি সন্দেহ করা খুব সহজ, নেকাব বোরকা যেন জামাতি হয়ে গেছে আজ, তাই ভয়ে আমরা নেকাব হাফ খুলে তিন জন তিন দিকে সরে গিয়ে গেইটের দিকে যেতে লাগলাম, -
পিছে তাকিয়ে দেখি পুলিস আরো অনেক জন কে টেনে নিয়ে আসতেছে, দৌড়ে কোনও রকম রিকসায় উঠে কেঁদে ফেললাম, আমার জন্য না, ঐ ভাইগুলোর জন্য, যে ভাইটি আধা ঘন্টা আগে আমাদের সাহায্য করলেন , সেই ভাই টি এখন জেলে, :(
হয়ত আগের ষ্টেশনে কোন ডিবি সিভিল ড্রেসে ট্রেইনে উঠে জামায়াত শিবিরের ভাইদের আইডেন্টিফাই করে রাখছে, না হলে এত তাড়াতাড়ি কিভাবে ধরে ফেলল?
আজ থেকে ৬ মাস পরে আমরা বোরকা পড়েও রাস্তায় বের হতে পারব কিনা সন্দেহ, আমাদের কত ভাই শহীদ হবে?????
ও আল্লাহ!!! বাংলাদেশ থেকে তুমি ইসলাম কে এই ভাবে মুছে ফেলতে দিওনা, ার কোন শব্দ নাই কোন শব্দ নাই, ও আল্লাহ তোমার দ্বীন ইসলাম কে তুমি রক্ষা করো, রক্ষা করো আমাদের ভাই ার বোনদের , যারা একমাত্র তোমার আনুগত্য করে, আমাদের কে কবুল কর, :'( :'('''
সবার কাছে আমার অনুরোধ, চলাফেরায় বা বাসে , ট্রেইনে কখন ও গ্রুপ হয়ে বসবেন না, ইস্রায় সালাম দিবেন, জোরে বলার দরকার নাই, এক সাথে বসে আড্ডা দিবেন না, রাজনীতি নিয়ে কোথায় ও কারো সাথে কথা বলবেন না, যদি কেউ রাজনীতি , ইসলাম হাদিস, এসব নিয়ে কথা বলতে চায় তাকে কৌশলে সরে পরুন, সাথে ইসলামী কোন বই রাখার দরকার নাই, কোথায় ও যাবার আগে মবাইলের ডায়েল ডিলেট করে বের হবেন,রাস্তা ঘাটে কারু সাথে বা মোবাইলে কথা বলা থেকে দূরে থাকার ছেস্টা করবেন, কারণ সরকার সব জায়গায় ডিবি ছেড়ে দিছে, আবার আগাম মে মাসে ১০০০ (দশ হাজার ) বি সি এস ক্যাডার নিয়োগ দেবে গোপাল গঞ্জ এলাকা থেকে, তাই ভাইরা এখন ই সতর্ক হয়ে কাজ করুন, আল্লাহ আমাদের কে হেফাজত করুন আমীন,
বিষয়: বিবিধ
২০২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন