সার্থের কাছে সেকুলাস এই দেশ,

লিখেছেন লিখেছেন মুক্তবাতাস ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:১৫:১২ সকাল

বাংলাদেশের পুলিশকে দেখলে কি রাজাকার মনে হয়না ? স্বাধীন দেশে গনতন্ত্র কোথায় গেলো ? তোমার যদি রাজাকারদের বিরোধিতা করা অধিকার থাকে আর শেখ মুজিবের মত বেইমান আর কসাইরা যদি দেশ চালাতে পারে তাহলে বাংলাদেশের মানুষের অধিকার আছে রাজাকারদের সমর্থন করার। জামাত শিবিরের যেসব ছেলেদের হত্যা করা হচ্ছে তারা কেউ রাজাকার না।

তাদের বয়স অনেক কম। তাঁরা কিভাবে রাজাকার হতে পারে? এই স্বাভাবিক বুদ্ধি কি লোপ পেয়েছে। রাস্তায় মানুষ জবাই করলে কেউ কোন প্রতিবাদ করে না। শেখ মুজিব হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আজ পর্যন্ত কারুকে দেখিনি তার প্রতিবাদ করতে । কমরেড সিরাজ সিকদারের হত্যার বিচার কে করবে? কমরেড সিরাজ সিকদারকে শেখ মুজিব নিজে হাতে হত্যা করে স্বগর্বে বলে “কোথায় আজ সিরাজ সিকদার?”” আমি ভুলিনি সেদিনের কথা। কোনদিন ভুলবোনা। শেখ মুজিব মানুষ জবাইয়ের শুভ সূচনা করেছে। আর তার বিরুদ্ধে কে কবে কোথায় প্রতিবাদ করেছে? শেখ মুজিব আর কাদের মোল্লার মধ্যে কোন পার্থক্য নাই। একজনকে পূজা করো আর একজনরে ফাঁসী দাও আর সেটা কেউ না মানলেই মাগি হয়ে যায় ? ছাগু হয়ে যায়। আমাকে বাজে কথা বললে আমিও বাজে কথা বলবো । আমার লেখা পড়ার দরকার নাই কারুর। বিশেষ করে অন্ধ আর বিবেক বিবর্জিত মানুষের।

আজ পর্যন্ত বাংলাদেশে কোন হরতালে গুলি চলেনি? কোন জনসমাবেশ গুলি চলেনি। মানুষের উপরে নির্যাতন করা হয়নি ? আজকে শাহবাগে সবাইকে জামাই আদোরে খিচুড়ি খাওয়ানো হচ্ছে আর হাসিনার পুলিশে ঘুমাচ্ছে? এই শাহবাগের জনসমাবেত যদি হাসিনার নাটক না হতো তাহলে ইনুর সব পোলা আজ হয় কবরে না হয় গলা কাঁটা বা চোখ উপড়ানো রাস্তায় পড়ে থাকতো । পুলিশে উলঙ্গ করে টেনে হিচড়ে নিয়ে যেতো রাস্তা দিয়ে। আজ শাহবাগের প্রথম জনসমাবেশ যেখানে হাসিনার পুলিশ এ্যাত নীরব। আজব কান্ডা সেলুকাস !!

বিষয়: বিবিধ

১২০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File