২৩ বছরের যুবক , , , জাতি যার উপর জুলুম করছে,
লিখেছেন লিখেছেন মুক্তবাতাস ০৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৪১:৩৯ সকাল
যার জন্ম ১৯৪৮ সালে, যিনি যুদ্ধের সময় ২৩ বছরের যুবক, যিনি সবে মাত্র ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছেন, ঠিক তখন ই মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল, সেই যুবক ১৯৭৫ সালে সামাজিক বিজ্ঞানের শিক্ষা প্রশাসনে অতিতের সকল রেকর্ড ভঙ্গ করে প্রথম শ্রেনিতে প্রথম স্থান অধিকার করেন, সেই যুবক নাকি মুক্তিযুদ্ধের সময় হাজার হাজার মানুষ কে হত্যা ( !!) করেছেন, ধর্ষন করেছে, জ্বালিয়ে দিয়েছে হাজার হাজার ঘর , ভাবতে অবাক লাগে এই যুবকের শরীর কত বড়, আর দেহে শক্তি কত ছিল ? একা একজন যুবক হয়ে এত কাজ করল, যুবক হয়ে রাজাকার বাহিনীর অন্যতম নেতা (!!) , বুজতে পারতেছেন, এমন কথা কি উম্মাদ ছাড়া আর কেউ বিশ্বাস করবে ? আচ্চা এই মোটাতাজা যুবক এত খারাফ কাজ করল আর একজন মুক্তিযুদ্ধা ও আসল না তার বিরুদ্ধে সাক্ষী দিতে, যাদের ঘর বাড়ি জ্বালাল তাদের কেউ ও আসল না, এই ৪২ বছর কেউ বলল না এই যবক এত খারাফ যে তাদের সব ধ্বংস করেছে, আর আজ ৪২ বছার পর এই যুবক নাকি জাতির জন্য হুমকি স্বরূপ , হায় হায় কি করা যায়, ??? তাই তাকে ফাঁসি দিতে হবে, হে ফাঁসি দিতে হবে , আচ্ছা এই যুবকের যদি ফাঁসি হয় তাহলে মানিকের কি হওয়া উচিত, এক লাসের বিনিময়ে ১০টি লাসের হুকুম দাতার কি হওয়া উচিত, আজকের খুনি যাদের প্রমান সারা দেশের মানুষ, তাদের কি হওয়া উচিত, আর যদি নাটকের স্ক্রিপ্টের মত লিখে ঐ যুবকের , যার কোন প্রমান হয়নি সে কিছু করেছে, তার ফাঁসি হলে এই নর পশুদের কত বার ফাঁসি হওয়া দরকার, ????
এই যুবকের , যিনি আজ জীবনের ভাটিতে এসেগেছেন, যার রায় হবে আজ , যার উপর একটি জাতি হিসেবে বাংলাদেশের সকল মানুষ জুলুম করছে, তাদের কি হওয়া উচিত, সেই দিন বেশি দূরে না এই অন্যায়ের আগুনে সবাই ধ্বংস হয়ে যাবেন, কারণ জুলুম স্বীকার কারির দোয়া আল্লাহ সরাসরি কবুল করেন, তার দোয়ায় আল্লাহর আরস কেপে উঠে, নিশ্চয় এই জুলুম কারি ধ্বংস হবে আদ ও সামুদ জাতির মতো, আল্লাহ আমাদের কে মাফ করুন, আর এই অন্যায়ের পথের সবাইকে ধ্বংস করুন, আমীন
বিষয়: বিবিধ
১০৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন