জাতি আপনাদের ক্ষমা করবেনা, না না না
লিখেছেন লিখেছেন মুক্তবাতাস ০৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:২৯:৩৮ সন্ধ্যা
'' এ যেন মামার বাড়ির আবদার '''
আর কত ধর্ষন হবে আমাদের জন্মভুমি, আর কত মিথ্যা ইতিহাসের রচনা হবে এই বাংলায়, কেন বার বার ধর্ষন হচ্ছে এই বাংলাদেশ, নারী শিশু থেকে শুরু করে দেশ নামে বাংলাদেশ নিজে ি চেতনাধারিদের কাছে আজ ধর্ষিত, লজ্জা করা উচিত এই সুশীল নাম ধারি কুশিলদের, আজ কোথায় মুক্তিযুদ্ধারা যারা জানের বিনিময়ে, যাদের সাথিরা জীবন দিয়ে এনেছেন এই স্বাধীনতা, কেন আজ আপনারা বিভক্ত? কেন মুখে কথা নেই ? কি হয়েছে আপনাদের ? আপনারা কি এই ধর্ষিত বাঙ্গালদেশ জন্য যুদ্ধে গিয়েছিলেন,? জাবাব দেন , না হলে একদিন আপনাদের আজকের নিরবতার জন্য জাতির কাছে জবাব দিহি করতে হবে, আপনারা এগিয়ে আসুন, রক্ষা করুন এই বাংলাদেশকে,
আমাদের আজকের প্রজন্মের প্রশ্ন আপনাদের কাছে , আপনারা কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ? পাকিস্থানি সৈন্য বাহিনীর বিরুদ্ধে নাকি তৎকালীন রাজনৈতিক সিদ্ধানে এক পাকিস্তান থাকার পক্ষের শক্তির বিরুদ্ধে ? আজ আপনাদেরকে এর উত্তর দিতে হবে,
যদি তা হয় যে যুদ্ধ পাকিস্থানিদের বিরুদ্ধে না , এদেশের যারা এক পাকিস্থানের পক্ষে ছিলেন, তাহলে তা কেন মুক্তিযুদ্ধ বলেছেন , কেন বলন নি এটা গৃহ যুদ্ধ ? আর জাবাব দেন ? আর এই গৃহযুদ্ধে আপনারা জয়ী হয়েছেন, আওয়ামীলীগ এই জয় কে পুজি করে আজ ইতিহাস বানাচ্চে , এই যুদ্ধ হয়েছে জামাতে ইসলামীর বিরুদ্ধে , যদি তা হয়, আর আপনারা জামাতের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে , আপনাদের কে ধন্যবাদ, কিন্তু এত দিন আপনারা বলেছেন পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তা কি মিথ্যা ? নামি মিথ্যা ইতিহাস আমাদের কে বলে এসেছেন ? যদি মিথ্যা হয় এই জাতির কাছে ক্ষমা চান,
আর যদি মিথ্যা না হয় তাহলে কেন আজ নিসচুপ ? যে হাতিয়ার উঠেছিলো পাকিস্তানীদের বিরুদ্ধে তা কেন আবার উঠেনা অন্যায় আর অসত্যের বিরুদ্ধে ? যারা আজা ইতিহাস বিকৃতি করে মুক্তিযুদ্ধের চেতনা ফেরি করছে তাদের বিরুদ্ধে কেন এগিয়ে আসছেন না ? কেন তাদের কে আজ ইতিহাস ধর্ষনের সুযোগ করে চিচ্ছেন ? জাতি আপনাদের আজকের এই দায়িত্বহিনতা কখন ও ভুলবেনা, আপনারা ও ইতিহাসের পাতায় দেশের বিরুধি হিসেবে ঠান করে নেবেন, আফসুস, ইতিহাস তার গতিতে চলে, তাতে কেউ কিছু করতে পারেনা,
এ যেন আপনাদের চোখের সামনে আওয়ামীলীগ আর বাম নাস্তিকের দল যারা যুদ্ধে সরাসরি অংশ গ্রহন না করে কলকাতায় হোটেলে সময় কাটিয়েছিল, তারা আজ বলছে আপনারা নাকি পাকিস্থানের বিরুদ্ধে যুদ্ধ করেন নি, আপনারা জামাতের বিরুদ্ধে যুদ্ধ করেছেন (!!!) , আর তারা এর বিচার করছে, তারা মিথ্যা ইতিহাস নিয়ে এসে আবার মানবতাকে হত্যা করছে, তারা রাজনৈতিক খেলায় আজ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে , তাই এখন ই আপনারা এগিয়ে আসেন, এই হীন খেলা বন্দ করতে, জাতিকে সামনে নিয়ে যেতে, না হলে আমরা আপনাদের ক্ষমা করবেনা, না না না
বিষয়: বিবিধ
৯৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন