একপিছ আবুলীয় প্রশ্ন: পটল উত্তোলনের পর সকল নাস্তিকই কি মুসলমান হইয়া যায়?

লিখেছেন লিখেছেন আবুল ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৫২:০৬ বিকাল

ব্লগপাড়া উত্তাল জনৈক রাজিব ওরফে থাবাবাবা রে নিয়া। গত রাইতে কে বা কারা তারে কোপাইছে। জিনিসটার ইহলীলা সেইখানেই সাঙ্গ। শাহবাগের নিভু নিভু হারিকেনে তেল ঢালার জন্য এইরকম একখান লাশ দরকার ছিলো। সেইটার ব্যবস্থা হয়া গেল। সুযোগটা কাজে লাগাইতে কেউ আর দেরি করলো না। এমনকি রাণীমাতাও জিনিসটার খোঁয়াড়ে হাজিরা দিতে গেলেন। [কেউ আবার ভুল কইরা রাণীমাতা রে Wrong মাথা পইড়েন না।] Tongue Winking

যাই হোক, আসল প্রশ্নে আসি। জিনিসটার ব্লগ পইড়া যা বুঝলাম তাতে মনে হইলো এইটা অতি নিম্নরুচির নাস্তিক শ্রেণীভুক্ত। এই দেশে বিভিন্ন সময়ে এইরকম নাস্তিকের আবির্ভাব ঘটে। সেইটা অস্বাভাবিক না। অস্বাভাবিক হইলো, এই নাস্তিকগুলিই পটল তুললে তাগো জানাজা পড়ানের লাইগ্যা তোড়জোড় শুরু হইয়া যায়। [এর আগে হুমায়ুন আজাদেরও জানাজা পড়ানো হইছে] যদ্দুর জানি জানাজা খালি মুসলমানের লাইগ্যা প্রযোজ্য। অর্থাৎ নাস্তিকের জানাজার দরকার নাই। তাইলে কি আমরা ধইরা নিমু, নাস্তিকগুলা পটল তোলার সাথে সাথে মুসলমান হয়া যায়? যদি না হয়, তাইলে তারে জোর কইরা মুসলমান সাজাইয়া তার নাস্তিকতার অপমাণ করা কি ঠিক? Thinking?

বিষয়: বিবিধ

১২৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File