মুরগী আর শাহরিয়ার, দুজনে দুজনার
লিখেছেন লিখেছেন আবুল ০৬ এপ্রিল, ২০১৩, ০৩:০৮:৪৯ দুপুর
শিরোনাম দেইখ্যা কনফিউজড হইয়েন্না। উল্লেখিত দুই প্রজাতির প্রাণীর মইধ্যে কোন প্রেম-ভালোবাসার সম্পর্ক নাই। বরং সম্পর্কটা জানের শত্রুতা পর্যায়ের। ৭১-এ সেই শত্রুতা একবার উদ্ধার হইছে, পাক আর্মির কাছে মুরগী সাপ্লাই দিয়া। এখন সুযোগ আইছে আরেকবার শত্রুতা উদ্ধার করার।
ঘটনা আইজ সকালের। হেফাজত হুজুরদের কিঞ্চিত ধাওয়া খাইয়া জাতীয় সুশীল শাহরিয়ার কবির আশ্রয় নিল এক শীল-দোকান, মানে সেলুনে। [নিশ্চই দোকানের শীল(নাপিত) সুশীলরে দেইখা ভাবছিলো ওনার বিরাট বিরাট মুচগুলি কাটাইতে আইছে]
যাই হোক এ যাত্রায় বাইচ্চা গিয়া সাংবাদিকগো কাছে ম্যাঁ ম্যাঁ কইরা যেমনে উনি কান্দাকাটি করলেন, তাতে এইটা নিশ্চিত, আইজ বাড়ি গিয়া বেচারা গোটা কয়েক মুরগী দিয়া জানের সদকা দিবো। হায়রে মুরগী, তুই আর শাহরিয়ার কবিরের পিছু ছাড়লি না।
বিষয়: বিবিধ
১৩৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন