সোনার বাংলা ব্লগ সরকার কর্তৃক নিষিদ্ধ।
লিখেছেন লিখেছেন জসিম ইয়ামিন ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৪৮:৪৮ বিকাল
এইমাত্র এটিএন নিউজ (লাইভ) থেকে জানতে পারলাম সরকার নাকি সোনার বাংলা ব্লগ নাকি নিষিদ্ধ করেছে। একজন আন্দোলনকারিকে জিজ্ঞেস করলে তিনি এইটাই জানেননা যে সোনার বাংলা ব্লগ কি? প্রশ্নকারির কানে কানে বললেন "অন্য প্রশ্ন করেন ?" তবে আমার চিন্তা-চেতনা যা বলে সেটা হচ্ছে ব্লগ হচ্ছে মত প্রকাশের অন্যতম হাতিয়ার। এই হাতিয়ারকে ব্যান করে কোন লাভ হবেনা। কারন এক ব্লগ বন্ধ হলে ব্লগারেরা অন্য ব্লগে তাদের মত প্রকাশ করবে। আদর্শের বিরুদ্ধে আদর্শ দিয়ে লড়াই করাটাই হচ্ছে বীরপুরুষের লক্ষন। আদর্শের বিরুদ্ধে পেশিশক্তির অপব্যবহার সাময়িক হয়তো উপশম দিবে, কিন্তু এর রিঅ্যাকশন ভয়াবহ বিপর্যয় ঢেকে আনবে। আমার মনে হয় সোনার বাংলা ব্লগে মেজর রাহাতের সেই রেকর্ড করা ব্লগ যা পঠনসংখ্যার দিক দিয়ে ৫০০০০ (পঞ্চাশ হাজার) অতিক্রম করে গেছে তার কাউন্টার করতে না পেরেই বামদের কর্তৃক সরকারকে চাপ দিয়ে করানো হয়েছে। যা ভবিষ্যতে অন্য যে কোন সরকারের কাছে উপমা হিসেবে থেকে যেতে পারে। এতে আবারো ক্ষতি হলো জনগণেরই। এলেক্সা রেটিংয়ে সামহোয়ারকে অতিক্রম করে ইতিমধ্যে সোনারবাংলা বাংলাদেশের এক নাম্বার সামাজিক ব্লগ এ উপণীত হয়েছিলো। সরকার যদি এরুপ করেই থাকে ব্লগারদের পক্ষ থেকে আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। বাংলাদেশ জিন্দাবাদ।
বিষয়: বিবিধ
১৫৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন