টুডে ব্লগের আরেক নাম রাখা হোক সাদামাটা ব্লগ।
লিখেছেন লিখেছেন জসিম ইয়ামিন ০২ মার্চ, ২০১৩, ০৮:৩৫:০০ রাত
আজকের যুগ হচ্ছে সুন্দরের যুগ। সুন্দর-সুচারুরুপে উপস্থাপন করাটা হচ্ছে সুরুচির পরিচায়ক। কিন্তু টুডে ব্লগ বড়ই সাদামাটাভাবে উপস্থাপন করছে সহস্র মানুষের মত প্রকাশের অন্যতম মাধ্যম এই ব্লগ। এই ব্লগে পাঠকের সংখ্যা যে কোন নামি-দামি ব্লগের চেয়ে কোন অংশে কম বলে মনে করিনা। ব্লগারদের লেখার মান নিয়েও কোন প্রশ্ন নাই। তারপরেও ব্লগটাকে কেন এইরকম সাদামাটা করে রাখা হয়েছে মডুর কাছে জবাব চাই। কেউ কোন মন্তব্য করলে এর প্রতি মন্তব্য দেখা যায়না কেন? মডুর কাছে এর আগেও কোন এক ব্লগার প্রশ্ন রেখেছিলো, কিন্তু মডু কেন এখনো পাঠক এবং ব্লগারের চাহিদার প্রতি লক্ষ্য রেখে কোনপ্রকার ব্যবস্থা গ্রহন করেনি এর জন্য নতুন একটা ট্রাইব্যুনাল গঠন করে এর বিচারের আহবাণ জানাচ্ছি।
বিষয়: বিবিধ
১৩৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন