চেষ্টা করলে আমরা অনেক কিছুই পারি!

লিখেছেন লিখেছেন কথার কথা ১৬ জানুয়ারি, ২০১৩, ০৫:১০:৩৩ বিকাল

আমার কাছে মনে হয় ব্লগারদের ব্যক্তিগত যোগাযোগের খুব বেশী প্রয়োজন নেই।লুকিয়ে লুকিয়ে প্রেম করতে যে মজা পাওয়া যায় সবার সম্মতিতে তা বিয়ে বিয়ে মনে হয়।কেউ আমার ফেস দেখলোনা আমাকে ব্যক্তিগত ভাবে চিনলোনা অথচ আমার পোষ্টগুলো পড়লো,মন্তব্য করলো,হাঁসলো,কাঁদলো, আবেগে আপ্লুত হলো বিষয়টি ভাবতেই আমি রোমাঞ্চিত হই।এ জন্য ব্লগে যারা প্রায় নিয়মিত পোষ্ট করেন তাদের সাথে ব্যক্তিগত ভাবে আমার কোন পরিচয় নেই এমনকি আমি চাইওনা তাদের সাথে যোগাযোগ করতে।আমি লুকিয়ে থাকা মরু সাইমুম হতে চাই।ইচ্ছে করলেই যে লন্ডভন্ড করে দিতে পারে গোটা মরুভূমি,কাঁপন ধরাতে পারে মরু যাত্রীদের কাফেলায়।আমি লুকিয়ে পাহারা দিতে চাই আমার দেশের স্বাধীনতার চেতনাকে,পাহারা দিতে চাই যারা স্বাধীনতার কথা বলে স্বাধীনতাকে আমার বোনের চোখের পানিতে বিসর্জন দিতে চায় তাদেরকে। পাহারা দিতে চাই 'দ্বীন ইসলাম'কে যারা আমার ধর্মকে নিয়ে ব্যবসা ফাঁদতে চায় এমনকি আমার ধর্মকে নিয়ে কটাক্ষ করে।ব্লগের মাধ্যমে অন্তত আমি ঈমানের দ্বিতীয় স্তরের পাহারাদারের ভূমিকাতো পালন করতে পারি! আমি আমার পোষ্টের মাধ্যমে পাকিস্তান বা ভারতের দালালদের বিরুদ্ধে কথা বলতে পারি,কিংবা আমেরিকা বা রাশিয়ার নব্য দালালদের তথ্য কপচানির বিরুদ্ধে সোচ্চার হতে পারি।আমি তুলে ধরতে পারি সারা দুনিয়ার মুসলমানদের নির্যাতনের বিরুদ্ধে আমার অবস্থান। আমি সকলকে সচেতন করতে পারি ইসরাইলের মানবাধিকার লঙ্ঘনের নিকৃষ্ট প্রয়াসকে। চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিতে পারি বিশ্ব মোড়ল আমেরিকার নির্লজ্ব ইসরাইল প্রীতিকে।আমি জানি আমি অনেক কিছুই পারি, আমরা যারা বিবেকের দংশনে ক্ষত বিক্ষত তাদের অনেক কিছু পারতে হয়।আমি এবং আমরা যারা নিরবে,নিভৃতে,গোপনে আড়ালে থেকে নিজের বিবেকের যাতনা থেকে মুক্তি প্রত্যাশি তাদের সকলের কণ্টকাকির্ণ পথ হোক মসৃণ এ চাওয়াটা নিশ্চয় বেশী নয়।

বিষয়: বিবিধ

৮৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File