টুডে ব্লগের জন্য শুভ কামনা

লিখেছেন লিখেছেন কথার কথা ১৬ জানুয়ারি, ২০১৩, ০২:৪৩:২২ দুপুর

মাত্রই টুডে ব্লগের বিষয়টি জানতে পারলাম।এলাম রেজিষ্ট্রেশন করলাম,টুকিটাকি পড়লাম এবং অবশ্যই ব্লগের নীতিমালায় চোখ বুলালাম।এ ব্লগের জন্য শুভ কামনা রইলো।অন্য ব্লগে টুকিটাকি কাজের ফাঁকে কিছু লেখা লেখির চেষ্টা করি।এখানে আজ এলাম এবং একটি বিষয় জানলাম যে এখানে রেজিষ্ট্রেশনের সাথে সাথেই লেখালেখি এবং মন্তব্যের সুবিধা পাওয়া যায়।অপেক্ষার প্রহর গুনতে হয়না।বিষয়টা সাধুবাদ পাওয়ার যোগ্য।কিছু পরিচিত ব্লগারদের আনাগোনা দেখা যাচ্ছে।পরিচিত লোক দেখলে যেমন বিদেশ বিভূঁয়ে সাহস পাওয়া যায় তেমনি পরিচিত ব্লগারদের কারণে সাহস পাচ্ছি এই আরকি!একজন নতুন মানুষ আর কি ই বা লিখতে পারি।একদিন হয়তো পুরনো হয়ে যাবো কিন্তু এখনকার এ অনুভূতি না লিখে রাখলে তখন মনে থাকবেনা কিভাবে এলাম আর টুডের একজন হয়ে গেলাম।সকল কলাকুশলী মডারেশন প্যানেল এবং সকল নতুন পুরাতন বন্ধুদের সহযোগীতা কামনা করছি যাতে মনের কোনে জমে থাকা কথা গুলো কি বোর্ডের সাথে ছড়িয়ে দিতে পারি সবার মাঝে।সবার জন্য শুভ কামনা।

বিষয়: বিবিধ

১০২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File