মা ও মা, তুমি আমাদের কতটা ভালোবাস, আমরা জানিনা।
লিখেছেন লিখেছেন কথার কথা ০৫ মার্চ, ২০১৩, ০৫:৫৬:০৩ বিকাল
একটি মায়ের আত্মত্যাগের গল্প...গল্পটি ফেসবুকের একটি জনপ্রিয় পেজ থেকে হুবহু তুলে ধরলাম।জানি অনেকে হয়তো তা পড়েছেন এখানে তুলে ধরলাম কারণ দুটো, ব্লগে মা বিষয়ক লেখা আহবান করছে এবং যারা এ লেখাটি পড়তে পারেননি তারা না পড়লে খু..........ব মিস করবেন।
জাপানের ভয়াবহ ভুমিকম্পের সময় অনেক ঘর বাড়ি ভেঙে তছনছ হয়ে যায়। উদ্ধারকারীরা যখন একে একে খুঁজতে থাকে কেও বেচে আছে কি না। ঠিক তখন তারা একটি মহিলার সন্ধান পায়...
মহিলাটি একটু কুজু হয়ে কি যেন আঁকড়ে ধরে আছে। ধ্বংসস্তূপ সরিয়ে তারা মহিলাটিকে বের করে ততোক্ষণে মহিলাটি আর বেঁচে নেই। তার মাথা ও পীঠ মারাক্তকভাবে আঘাত পেয়েছে দেখে মনে হয়েছে যে সে মাথা ও পীঠ দিয়ে দেয়ালের ভাঙ্গনকে প্রতিরোধ করার চেষ্টা করেছে। তার বুকের মাঝে আঁকড়ে ধরে রাখা একটি ঝুড়ির সন্ধান পায় উদ্ধারকারীরা। ঝুড়িটি যখন খোলা হয় তখন সবাই তো অবাক!!! একটি বাচ্চা! হাঁ একটি বাচ্চা!!!
বাচ্চাটি তখনো ঘুমিয়ে আছে অক্ষত ভাবে। ঝুড়িটি ভালো ভাবে ঘেঁটে একটি মোবাইল পাওয়া যায়। তাতে একটি মেসেজ টাইপ করা আছে...যাতে লিখা আছে............ ............... .
"তুমি যদি বেঁচে থাক তাহলে বুঝতে পারবে আমি কতটা ভালবাসতাম!"
ম্যাসেজটি একে একে সবাই পড়ছে আর চোখের জল বেয়ে পড়ছে। মা, আমরা তোমার সেই অধম সন্তান যারা তোমার ভালবাসাকে বুঝিনা। শুধু একটাই বলি... মা শুধু বকা দেয়...
কিন্তু এই বকার মাঝে যে অনেক ভালোবাসা লুকিয়ে আছে...
বিষয়: বিবিধ
১০৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন