মানুষে যেমন মনুষ্যত্ব পাইনা তেমনি পশুতে পশুত্ব পাইনা

লিখেছেন লিখেছেন কথার কথা ১৩ সেপ্টেম্বর, ২০১৪, ০২:১১:৪৭ দুপুর

জীবনের মাঝে আমি জীবন খুঁজি, মানুষের মাঝে আমি মানুষ খুঁজি। পশুর মাঝে আমি পাশবিকতা খুঁজি। কেন যেন বারবার ব্যর্থ হই। মানুষে যেমন মনুষ্যত্ব পাইনা তেমনি পশুতে পশুত্ব পাইনা।





বিষয়: বিবিধ

২০৩৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

264537
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২০
কাহাফ লিখেছেন : মানুষ নিজের মনুষ্যত্ব বিকিয়ে দিয়ে পশুত্ব কে আকড়ে ধরছে গভীর ভাবে,তাই তো এখন মানবিকতার বদলে পাশবিকতার বাহুল্যতা।
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:২৬
208126
কথার কথা লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য। আমরা আর আমাদের মাঝে নেই। পশুত্বকে বেছে নিয়ে আমরা পশু হয়ে যাচ্ছি।
264573
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৬
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো কথা দিয়েও কেউ কথা রাকে না।
১৩ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
208245
কথার কথা লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য।
264580
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪০
নজরুল ইসলাম টিপু লিখেছেন : পশু মানুষের মূল্য বুঝে কিন্তু মানুষ মানুষের মুল্য বুঝেনা, সে জন্যই এই সমস্যা।
১৩ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
208246
কথার কথা লিখেছেন : মানুষকে কুকুরের বাচ্চা বললে হয়তো কুকুর মাইন্ড করে, কেননা মানুষ মানুষকে মারলেও কুকুর কখনো কুকুরকে মারেনা। ধন্যবাদ মন্তব্যের জন্য।
264582
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪২
এবেলা ওবেলা লিখেছেন :

ভাইয়া এই ছবিটা কি আপনার ছটো বেলার-- Applause Applause Applause
১৩ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
208247
কথার কথা লিখেছেন : না ভাইয়া এটা আমার অবেলার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File