প্রিয়জন ছাড়া ঈদ কেমন লাগে!

লিখেছেন লিখেছেন কথার কথা ০১ আগস্ট, ২০১৪, ১২:৩৯:৪৯ রাত

এবারের ঈদুল ফিতরে বাড়ী যাওয়া হয়নি। ঢাকাতেই ছিলাম। জীবনে অনেক অভিজ্ঞতা ছিল শুধুমাত্র প্রিয় মানুষদের সান্নিধ্য ছাড়া কিভাবে ঈদ উদযাপন করতে হয় তা ছিলনা। এবার তাও হয়ে গেল। অভিজ্ঞতা ? সেটা বলা যাবেনা। সিক্রেট। সিক্রেসি আউট করা ঠিক না। যদি জানতে হয় আমার মতো কর্মটি জীবনে একবার হলেও করবেন।তাহলেই হবে।

এ মুহুর্তের অভিজ্ঞতাটি আমার ঈদের প্রিয়জন ছাড়া ঈদ করার অভিজ্ঞতা কিছুটা হলেও ম্লান করে দিয়েছে। কারণ আরেক প্রিয় মানুষ সিদ্দিক ভাইয়ের সাথে তার বাসার সময় কাটাচ্ছি। যাই হোক প্রিয় মানুষের সাথে সময় কাটিয়ে হৃদয়ের ব্যাটারী চার্জ করে নিলাম।

এ সিদ্দিক ভাই আরেক মজার মানুষ। আরেকদিন না হয় তার কথা বলা যাবে। আজ এ পর্যন্ত।

বিষয়: বিবিধ

১৩৮৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249802
০১ আগস্ট ২০১৪ রাত ০৪:২৫
ভিশু লিখেছেন : কর্মটি কি?
২২ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০১
200754
কথার কথা লিখেছেন : কর্মটি হলো প্রিয়জন ছাড়া ঈদ
249873
০১ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩২
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২২ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০৪
200755
কথার কথা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
249940
০১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
আফরা লিখেছেন : কি কর্ম করলেন নাই বল্লে আমরা জানব কি ভাবে ।
২২ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০৫
200756
কথার কথা লিখেছেন : কর্মটি হলো প্রিয়জন ছাড়া ঈদ
249956
০১ আগস্ট ২০১৪ রাত ০৯:২৪
বাজলবী লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ।
২২ আগস্ট ২০১৪ দুপুর ০৩:০৫
200757
কথার কথা লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File