ফাগুনের অলস দুপুরে কবিতা শুনছি
লিখেছেন লিখেছেন কথার কথা ০৯ মার্চ, ২০১৪, ০২:৪৮:০৯ দুপুর
ফাগুন শেষ হতে চললো, গাছের পাতা এখনো ঝরছে। বাতাসে আমের মুকুলের মৌ মৌ গন্ধ। বসে আছি রেল লাইনের ধারে। কিছুক্ষণ পর পর পোঁ পোঁ করে ট্রেন ছুটে চলছে। সঙ্গে ধুলো মাখা বাতাস। কিছুক্ষণের মধ্যেই উপলব্ধি করলাম সারা শরীর আমার ধুলোতে ভরে গেছে। ফাগুনের এ মাতাল হাওয়া আর অলস দুপুরে বসে বসে কবিতা আবৃত্তি শুনছি। অবস্থানটা যদি নদীর ধারে বা গ্রামে গাছতলায় হতো তাহলে হয়তো হারিয়ে যেতাম। সময় আমায় উড়িয়ে নিতো কোন এক অতীতে। বাস্তবতা এমনিই। একটি কবিতার ক' লাইন হয়ে যাক
সুখ নেই দু:খও করিনা
মধ্যে মধ্যে চিঠি দিও
যে কোন পরগনায় থাকো
যাকে ইচ্ছা খাজনা টাজনা দাও
সুধু মনে করে প্রীতি কুশল জানিয়ো
পারো যদি আমের মুকুল কি রকম এ বছর
কাঠালের মুচি এলো কিনা
আর শ্বেত করবীর বাচ্চা তিনটে
কি রকম চঞ্চল হয়েছে
অনুগ্রহ করে জুড়ে দিও।
বিষয়: সাহিত্য
১২৫২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগ্লো...
মন্তব্য করতে লগইন করুন