আমায় এক মুঠো রোদ দেবে?

লিখেছেন লিখেছেন কথার কথা ১১ এপ্রিল, ২০১৪, ১১:৪৩:০৮ সকাল

আমায় এক মুঠো রোদ দেবে?

সুরুজতো লুকিয়ে

আমায় আঁজলা ভরে জল দেবে?

মেঘতো যায় উড়ে

গা জুড়াতে একটু বাতাস দেবে?

পৃথিবীতো থমকে আছে

জানি তুমি আমি, আমি তুমি

ভালোবেসে রোদ খুঁজি

ভিজিয়ে দেয়া জল খুঁজি

মনমাতানো হাওয়া খুঁজি

দিতে পেরে চোখ বুঁজি।

রোদ জল আর হাওয়া

না চাইতে পেয়ে যাওয়া

কে দেয়? ভাবনার পাখা উড়ে

উড়ে উড়ে যায়,ভুলে যাই,

হারিয়ে যায় ভাবনার সুতো

এ ব্যস্ততম ডিজিটাল যুগে...

বিষয়: সাহিত্য

১০৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

206085
১১ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৬
দ্য স্লেভ লিখেছেন : মুঠো ভরে রোদ দেওয়া ছাড়া অন্যগুলো ম্যানেজ করা সম্ভব... Happy
206268
১২ এপ্রিল ২০১৪ রাত ০৩:০২
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো কথার কথাগুলো...Happy Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File