বাহিরে গুঁটি গুঁটি বৃষ্টি হচ্ছে।
লিখেছেন লিখেছেন কথার কথা ২৬ অক্টোবর, ২০১৩, ১১:৪০:৫২ সকাল
বাহিরে গুঁটি গুঁটি বৃষ্টি হচ্ছে।কার্তিকের মাঝামাঝিতে একটু আধটু বৃষ্টি হওয়া দোষের নয়।শীতের আগমনি বার্তা ঘোষণাই যার উদ্দেশ্য।বৃষ্টিতে এমনিতেই ঠান্ডা ঠান্ডা লাগে তার সাথে শীতের আমেজ।মনটা ভালো লাগায় আচ্ছন্ন হতে চায়।বাসার বাইরে একটু বর্ষাকে দেখতে এসেই মনটা বিষিয়ে যায়।.............................................................................................................................................................................................................................পুলিশ আর পুলিশ।মনটা আবার বাস্তবে ফিরে আসে, হায়রে ইমোশনাল আব্দুল মতিন।এ আমার সোনার বাংলাদেশ।এ আমার মাতৃভূমি।
বিষয়: বিবিধ
১১২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন