বায়ান্নর একুশ তারিখ রক্তে লেখা একটি নাম

লিখেছেন লিখেছেন কথার কথা ০৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:১৮:২৮ দুপুর

বায়ান্নর একুশ তারিখ রক্তে লেখা একটি নাম

বুলেট দিয়ে গর্জে উঠা কলংকিত পাকিস্তান।

উর্দু হবে রাষ্ট্রভাষা শোনরে তোরা শোনরে ভাই

মায়ের ভাষা বদলে দিয়ে উর্দু বাত বলরে তাই।

তমুদ্দুনের ছাতার নিচে সকল নেতা এক হলো

বাংলা হবে রাষ্ট্রভাষা এক দাবীতে মাত হলো।

শহীদ ভাইরা রক্ত দিয়ে রেখে গেলেন ভাষার মান

উর্দুতে নয় হিন্দিতে তাই আমার গলায় বাজছে গান।

রাষ্ট্রভাষা বাংলাকে ভাই করছে কারা বলাৎকার

হিন্দিতে গান গাইলে সবাই বলছে তারে চমৎকার।

সংস্কৃতির গড্ডালিকায় উর্দুতে নয় গা ভাষায়

বাংলা ছেড়ে হিন্দি ভাষা বললে তারা পা নাচায়।

সালাম রফিক জাব্বারেরা রক্ত দিয়ে করলো কি?

কলজে কাঁপা আর্তনাদের দিলাম আমরা মূল্য কি?

একুশ এলো ভাষার তরে দিয়ে দিলাম জানটাও

কাজে কর্মে বিকিয়ে দিলাম অর্জিত এই মানটাও।

বিষয়: সাহিত্য

১২৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File