পানিময় আমাদের বাগানবাড়ী
লিখেছেন লিখেছেন কথার কথা ২৪ মে, ২০১৩, ০৭:৫০:৪৫ সন্ধ্যা
থাকি মালিবাগ বাগান বাড়ীতে।শুনতে খুব মধুর শোনা যায় 'বাগান বাড়ী।রাতে বৃষ্টি হলে সকাল বেলা হাঁটু প্রদর্শন ব্যতিরেকে বের হওয়া যায়না।বাধ্য হয়ে বের হতে হয়।পানিতে অনেক জিনিষ ভাসতে দেখা যায়।রাতে দম্পতিদের ব্যবহৃত টুপি থেকে শুরু করে মহিলাদের ব্যবহৃত ইয়ে পর্যন্ত।ভাইরে আরো কত কি যে ভাসে বলতে পারছিনা।মনে হলেই বমি আসে।দারোয়ান চাচাকে বললাম 'চাচা পানিতে ভাসছি' ভালো না?ভালো তো।চাচা আট হালি দন্ত প্রদর্শন পূর্বক ভেটকি মারিয়া বলিল "মাঝে মধ্যে পানি পানি কইরা চিল্লান এইবার পানি খান।এই পানি খাব? বিপদে আছিরে ভাই বিপদে আছি।হাঁটুর নিচে কখনো চোখ গেলে শিউরে উঠি।না জানি কি লেগে আছে।
বিষয়: বিবিধ
১৫০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন