গাড়ীতে আগুন কেন কারা দিয়েছে?কিছু প্রশ্নের জবাব মেলেনা।

লিখেছেন লিখেছেন কথার কথা ০৫ মে, ২০১৩, ১১:৪৬:০৭ রাত

ঘন্টা চারেক আগে পোষ্ট দিলাম মালিবাগ রেলগেটে গাড়িতে অগ্নিসংযোগ।সরেজমিনে দেখে কিছু প্রশ্ন মনে উদ্রেক হলো।উত্তর গুলো জানা নেই।

১)পাঁচটা বি আর টি সি বাস একত্রে কেন এখানে এলো কখনোতো এমনটি দেখিনি?

২)সবাই পল্টনে যেতে ব্যস্ত এ গাড়িগুলোতে কারা আগুন দিল?

৩)যেখানে সপ্তাহের প্রায় প্রতিদিন কয়েকশ পুলিশ পাহারায় থাকে সেখানে ঐ সময় কোন পুলিশ ছিলোনা কেন?

৪)গাড়ীতে আগুন দেয়ার প্রায় আধঘন্টা পর কেন ফায়ার সার্ভিস এলো?

৫)যখন গাড়ীগুলোতে আগুন দেয়া হয় এবং ভাংচুর চালানো হয় তখন গাড়ীতে কোন লোক ছিলনা কেন?(গাড়ীতে কোন লোক থাকুক বা আগুন দেয়া হোক কোন সুস্থ্য মাথার মানুষ কামনা করেনা।)

৬)প্রত্যক্ষদর্শী অনেকে বলেছেন যারা আগুন দিয়েছে তারা কয়েকজন ছিল এবং সবাই বিশ বছর বয়সের নিচে এবং তাদেরকে লোকজন মিছিল থেকে আসতে দেখেনি,কেন?

উত্তরগুলো আমার জানা নেই।জানার চেষ্টা করলে যা আসে তাতে সন্তুষ্ট হতে পারিনা।ষড়যন্ত্রের গন্ধ লাগে।হয়তো আমার এ ধারণা ভুল।আর চিন্তা করতে পারছিনা..............।

বিষয়: বিবিধ

১১৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File