'দিবস নয়, মা'কে ভালবাসি সর্বদাই'

লিখেছেন লিখেছেন মিকি মাউস ২৪ মে, ২০১৫, ১১:৩১:২৮ রাত



'আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা' কথাটি শুধুমাত্র আমার নয় সকল সন্তানের কাছেই চিরন্তন সত্য।

ক'দিন আগে বাংলাদেশসহ সারা বিশ্বে মহাসমারোহে পালিত হয়ে গেল বিশ্ব মা দিবস। দিনটি উপলক্ষে মা'কে নিয়ে যে কি লিখবো তা অালাদা করতে পারছিলাম না। আর মায়ের ভালবাসা কি পরিমাপ যোগ্য, যে লিখে শেষ করা যাবে?

গর্ভধারণের পর থেকেই সন্তানের প্রতি মায়ের যে ভালবাসা তার মূল্য সমগ্র পৃথিবীর বিনিময়েও পরিশোধ করা সম্ভব নয় কোন সন্তানের পক্ষে।

মা'কে নিয়ে ছোট্ট একটি ঘটনা শেয়ার করছি-

মালয়েশিয়া আসার চারদিন আগে বাড়ি গেলাম আম্মু/আব্বুর সঙ্গে দুদিন থাকবো বলে।

আমার বাবা ছিলেন বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা। ২০০৬ সালে চাকুরি থেকে অবসর গ্রহণের পর আম্মুসহ বাড়িতেই থাকছেন। প্রয়োজনের তাগিদে আমরা ৬ ভাইবোন ঢাকা ও চিটাগংএ থাকি।

দুদিন বাড়িতে কাটানোর পর ফেরার সময় আম্মু একান্তে আমাকে জিজ্ঞাসা করলেন, বিদেশের বাড়িতে যাবি, কোথায় থাকবি, কি খাবি?

আমি বললাম, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। একটা ব্যবস্থা হবেই।

ঠিক যখন বাড়ি থেকে বের হবো তখন আম্মু তার স্টীলের আলমিরার সামনে অনেকক্ষণ দাড়িয়ে কি যেন করছিলেন। বুঝলাম না তিনি সেখানে কি করছেন।

প্রায় বিশ মিনিটপর আম্মু একগাদা ১'শ টাকার নোট কোন রকমে গুছিয়ে আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, এখানে খুব বেশি নেই তবে যা আছে তা দিয়ে অন্তত ক'টা দিন চলতে পারবি।

আমি জিজ্ঞাসা করলাম, এত্তগুলো ১'শ টাকার নোট তুমি কোথায় পেলে। তিনি উত্তরে যা বললেন তা শুনে চোখে আর পানি ধরে রাখতে পারলাম না। মা'কে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলাম।

আম্মুও আমাকে জড়িয়ে ধরে সে'কি কান্না। দু'জনের কান্না থামছেই না। অনেকপর কান্না থামিয়ে কোন রকম বাড়ি থেকে বের হলাম।



মালয়েশিয়া আসার জন্য যেদিন থেকে প্রসেস শুরু করেছি সেদিন থেকেই আম্মু তার কাছে যত ১'শ টাকার নোট এসেছে সব জমা করেছেন। আর আসার সময় সে টাকাই আমাকে দিয়েছেন।

এদিকে আব্বু, ঝরঝর করে কাঁদতে না পারলেও তাঁর চোখে যে পানি টলমল করছে তা আমার দৃষ্টি এড়ায়নি। কারণ আব্বু একটুপর পর মুখ অন্যদিকে ঘুরিয়ে চোখের পানি মুছছিলেন।

আমাকে এগিয়ে দেওয়ার জন্য আসতে আসতে আব্বু আমাদের থানা সদর পর্যন্ত চলে এসেছিলেন।

এদিকে মালয়েশিয়া আসার পর থেকে এখন পর্যন্ত যতবার আম্মুর সঙ্গে কথা হয়েছে তিনি প্রথমেই জানতে চান- 'খেয়েছি কিনা'?

এই হলো মায়ের ভালবাসা। সুতরাং মা'কে ভালবাসার কথা জানাতে যারা আলাদা দিবস খুঁজে বেড়ান তারা আসলে পিতামাতার প্রতি কতটা দায়িত্ববান সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।



আরে, দিবস হিসেব করে তারাই যারা তাদের পিতামাতাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আর বছরে একদিন সময় করে দেখা করে আসে।

আর সেজন্যই মা-বাবাকে ভালবাসার কথা জানাতে তাদের দিবসের প্রয়োজন হয়। বিশ্বাস না হলে ঘুরে আসুন কয়েকটি বৃদ্ধাশ্রমে, সত্যিটা জানতে পারবেন।

সুতরাং, 'মা' তোমাকে ভালবাসি বাসবো সবসময়, নির্ধারিত কোন দিবসে নয়।

৯/০৫/১৫

কুয়ালালামপুর, মালয়েশিয়া।

বিষয়: বিবিধ

১৪৪৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322306
২৫ মে ২০১৫ রাত ১২:২৯
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
আসলে মা এর সাথে কারু তুলনা চলে না।
২৫ মে ২০১৫ রাত ১২:৪২
263418
মিকি মাউস লিখেছেন : ঠিক তাই বড় ভাই।
322378
২৫ মে ২০১৫ দুপুর ১২:৪২
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমিও মা দিবস মানিনা ।
২৫ মে ২০১৫ দুপুর ০৩:২৪
263511
মিকি মাউস লিখেছেন : ঠিক তাই, মা দিবস আবার কি?
322394
২৫ মে ২০১৫ দুপুর ০২:১৮
আফরা লিখেছেন : মাকে কে না ভালবাসে ,তার জন্য দিবসের প্রয়োজন পড়ে না । তবে জীবনটা বাস্তবতার যান্ত্রিকতার যাতাকলে জটিল হয়ে যাচ্ছে ।
২৫ মে ২০১৫ দুপুর ০৩:২৫
263513
মিকি মাউস লিখেছেন : এর থেকে বেরিয়ে আসতে হবে আমাদের।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File