ইসলামিষ্ট নামধারী মুফাস্সিল ইসলামের ভন্ডামীর খন্ডাংশ

লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ২৪ মে, ২০১৫, ১০:৩৯:০৯ রাত



তার নাম মুফাস্সিল ইসলাম। তিনি একজন স্বঘোষিত ইসলামিক স্কলার, গবেষক, শরিয়া বিশেষজ্ঞ!! থাকেন লন্ডনে। ফেসবুকে তিনি বেশ বিখ্যাত(তার কথায়)। ৯০ হাজার ফলোয়ার তার! সবার মুখে মুখেই নাকি তার নাম ডাক। এমন নাম ডাকের গর্বে তার ৩২ ইঞ্চি বুক ফুলে ৫০ ছুঁই ছুঁই!!!

এসব আমি ধারনা করে বলছিনা। তার ফেসবুকের পোষ্টগুলো পড়েই বলছি।

তো ইদানিং তিনি ইসলাম, বিভিন্ন ইসলামী দল, ইসলামী নেতা সম্পর্কে আজগুবি ফতোয়া দেয়া শুরু করেছেন, কুৎসা রটানো শুরু করেছেন!!

সে ইসলামিষ্ট আর শরিয়া গবেষকের নামে কত বড় ভন্ড আর প্রতারক সেটাই আজ আমরা দেখবো ফেসবুকে তারই দেয়অ বিভিন্ন পোষ্ট বিশ্লেষন করে।

শুরু করা যাক.....

২০১৩ সালের শেষদিকে ওনার ফেসবুক স্টেটাসগুলো পড়ে বুঝলাম উনি আওয়ামী সরকারের বিরুদ্ধে ব্যপক লেখালেখি ও ভিডিও আপলোড করতেন। এসব লেখালেখিকে উনি অনলাইন আন্দোলন নাম দেন।



ডিসেম্বর'১৩ এর এই পোষ্ট থেকে বুঝা যায় তিনি যেকোন কারনেই হোক আন্দোলন বন্ধের ঘোষনা দেন। কিন্তু বিভিন্ন দল ও ব্যাক্তির অনুরোধে আবার তা শুরু করেন।



অর্থাৎ তার আন্দোলনের তীব্রতা তার সহধর্মীনিও সহ্য করতে না পেরে তাকে ছেড়ে চলে যায়।

এদিকে একের পর এক চটকদার পোষ্ট আর ভিডিওতে তার ফ্রেন্ডস আর ফলোয়ার হু হু করে বাড়তে থাকে।

একদিন বাংলাদেশের সংবিধান পোড়ানোর লাইভ ভিডিও ও আপলোড দেন... যেটাতে দেখা যায় তিনি নিজ হাতে বাংলাদেশের সংবিধান পোড়ান!!

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এভাবেই একসময় আন্দোলনের কথা বলে ফ্রেন্ড ফলোয়ারদের কাছ থেকে টাকা কামাইয়ের ধান্ধাও চলে আসে মাথায়!!



জামায়াত শিবিরের পক্ষেও চলে গুনগান।



বাড়তে থাকে লাইক কমেন্ট, বাড়তে থাকে জনপ্রিয়তা(!!)

এমন জনপ্রিয় একজন সেলিব্রেটিকে তারেক রহমান নাকি চিনেনা!! এটা হতেই পারেনা, এটা আন্দোলনকে অপমান করার সামিল(তার মতে)!!



কারন তিনি এখন আর তিনি নেই। তিনি এখন বিশাল কিছু.....!!



তিনি এখন স্বঘোষিত স্যোশাল মিডিয়া ব্যাক্তিত্বও....!! তাই বাংলাদেশের পুরনো দলগুলো তাকে দলে ভিড়াতে মরিয়া!!



ফেসবুকে তার বিশাল সমর্থক বাহিনী। তাই নিজেই দল গড়ার খায়েশ জাগলো....

এরই মাঝে একদিন পোষ্ট দিলেন তার কোন হিন্দু ভক্ত নাকি(তার বক্তব্যে আকৃষ্ট হয়ে) স্বপরিবারে ইসলাম গ্রহন করেছে!!



এমন খবরে তার ফলোয়ার আরো বাড়তে থাকে। ক্যারেশম্যাটিক ইসলামিক স্কলার বলে কথা!!

বিশাল সমর্থক বাহিনীর(৯০ হাজার ফলোয়ার + ৫০০০ ফ্রেন্ড) গরমে একসময় শেখ হাসিনাকেও হুমকী দিয়ে বসলেন....!!



সমর্থকদের ব্যপক সমর্থনের প্রেক্ষিতে একসময় দলও গঠন করে ফেললেন...



ইতোমধ্যে তিনি ইসলামি শরিয়া গভেষক হিসেবেও নিজেকে পরিচয় করালেন আর ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিও শুরু করলেন..



এবার তিনি জাকির নায়েকের ভুলও ধরা শুরু করলেন..!!



এর পর থেকেই তার ফ্রেন্ড ফলোয়াররা তার আসল রুপ দেখতে লাগলো।

তারা দেখলো তার মুখের ভাষা এমন জঘন্য.....!!



তার দেখলো একজন ইসলামিক স্কলারের(?) ক্রিকেট খেলা নিয়ে এত জোক.... আর বিব্রতকার মন্তব্য.....





দেখলো একজন ইসলামিক স্কলার(?) সবসময় স্টেটাসে লাইক ভিক্ষা করে....!!



সমর্থকরা অবাক হয়ে আরো দেখলো যে তাদের প্রিয় ইসলামি স্কলার মোশারফ করিমের নাটকও শেয়ার করে.....!!



তিনি নাকি ইসলামিক স্কলার। অথচ তিনি রাসূলের সৈনিক নন, তিনি জিয়ার সৈনিক...!!



আরো দেখা গেলো যে তিনি কথার বরখেলাপকারীও......!! তিনি গত ২২ মে রাত ৩টার পরে পোষ্ট করেছেন যে আগামী ৭দিন তিনি শুধুই ইংরেজীতে পোষ্ট করবেন।



এই ওয়াদা তিনি কয়েক দিন তো দূরের কথা কয়েক ঘন্টাও রক্ষা করতে পারলেন না...!! কয়েক ঘন্টা পরেই তিনি বাংলায় পোষ্ট করলেন!!



ওয়াদা বরখেলাপের ব্যপারে তাকে বলা হলে তিনি বললেন, সেটার জবাব আপনাকে দেয়া হবে কেনা? আগে আপনি প্রোফাইল পিকচারে মরা মানুষের পুজা বন্ধ করেন!!



অথচ তিনি নিজেই একসময় মৃত জিয়ার ছবি প্রোফাইল পিকচার করেছিলেন....!! তার প্রমান এই যে...



এবার ভন্ডামী ধরা পড়ায় তিনি বললেন, আমি কিছুক্ষনের জন্য এটা করছিলাম।

কেন.... ওনারটা পূজা হলে আপনার কিছুক্ষনেরটা কেনো পূজা হবেনা?? ভন্ডামী আর কত করবেন??

এবার সমর্থকরা তাকে পাগল ডাকা শুরু করলো......। এবারও জবাব দিলেন, জিনিয়াসদের অনেকেই পাগল বলে, নো প্রোভলেম!!



সব ভন্ডামী প্রকাশ হওয়ার পর সর্বশেষ আর যখন জবাব দিয়ে পারছেনা, এবার একমাত্র হাতিয়ার ব্লক করে দেয়া। নিজের আইডিতে ফলোয়ারদের কমেন্টের অপসন অফ করে দিয়েছেন। এমনকি যারা তার বিরুদ্ধে পোষ্ট দিবে আর সেই পোষ্টে যারা লাইক দিবে তাদেরও ব্লক মারার ঘোষনা দিয়েছেন..!!



পাগলেরও মাথা খারাপ হয় অবশেষে সেটাই প্রমান হলো....!!

তার ভন্ডামীর মুখোশ উন্মোচনের জন্য আর কিছু লাগবে বলে মনে হয়না।

সুতরাং এই ভন্ড, প্রতারক থেকে সবাই সাবধান। সে কি বললো না বললো তা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই।

কারন পাগল তো কত কিছুই বলে....!!

এখন যদি আধাপাগলও হয়ে থাকে, দেশে আসলে সংবিধান পোড়ানোর দায়ে পুলিশ প্যাদানি দিয়ে পুরোটাই পাগল করে ছাড়বে।

বিষয়: বিবিধ

৩০৪৬৩ বার পঠিত, ৫৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322295
২৪ মে ২০১৫ রাত ১০:৫৮
সমশেরনামা লিখেছেন : ্পাগলকে নিয়ে মাতামাতি করা উচিতনা ভাই।
২৪ মে ২০১৫ রাত ১১:০০
263388
আহমেদ ফিরোজ লিখেছেন : ও যে পাগল এটাই অনেকে জানেনা। এজন্য সবাইকে জানাতেই এই প্রথম এবং শেষ প্রচেষ্টা। ধন্যবাদ আপনাকে ভাই।
322302
২৪ মে ২০১৫ রাত ১১:০৯
মিকি মাউস লিখেছেন : তার পাগলামি একদিন ইউটিউবে দেখেছিলাম। তিনি কাটকপিপেস্ট করে টিউলিপ এর একটি বক্তব্যকে উল্টা পাল্টা করে উপস্থাপন করেছেন। তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হওয়া উচিত।
২৪ মে ২০১৫ রাত ১১:১৭
263393
আহমেদ ফিরোজ লিখেছেন : হুম... আর যাই হোক সংবিধান পোড়ানোয় অবশ্যই রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে তাকে ইন্টারপোল দিয়ে ধরে আনা হোক।
322304
২৪ মে ২০১৫ রাত ১১:৩০
এ,এস,ওসমান লিখেছেন : ভাবে ছিলাম মুফাস্সিল ইসলামের ভণ্ডামি নিয়ে আমি একটা পোষ্ট করবো কিন্তু আপনি তার আগেই পোষ্ট করে দিলেন। তবে আপনার পোষ্টটা আমার ভাল লেগেছে। মুফাস্সিল ইসলামের আর একটা ভণ্ডামির প্রমাণ আমি দিচ্ছি। তাকে মানুষ কোন বিষয়ে সমালোচনা করলে সে যে ব্লক দেয় তার প্রমাণ এটা।

https://www.youtube.com/watch?v=_tL9JswAb2w

লেখাগুলো ভাল করে বোঝার জন্য ভিডিওর রেজুয়েশন 360p বা 480p এর বদলে 720p করে নিন।
২৪ মে ২০১৫ রাত ১১:৩৭
263401
এ,এস,ওসমান লিখেছেন : তার গ্রুপে আমার পোষ্ট করা লেখাটা

গোলাম আজম স্যারের মৃত্যু ডেট ২৩ অক্টোবর ২০১৪।


আর Mufassil Islam ২৪ কি ২৫ তারিখে তার ভিডিও দ্বারা প্রকাশ করেন যে, গোলাম আজম যুদ্ধাপরাধী ছিলেন না। এবং গোলাম আজম স্যার অনেক ভাল মানুষ ছিলেন।

কিন্তু কিছু দিন আগে তিনি তার গবেষণার দ্বারা আবার ভিডিও বানিয়ে বললেন, গোলাম আজম সহ নিজামী, মুজাহিদ এরা সবাই রাজাকার।

তাহলে কি তিনি, কোন গবেষণা না করেই বলেছেন গোলাম আজম যুদ্ধাপরাধী ছিলেন না।নাকি তিনি তখন জামায়াতের কাছ হতে টাকা খেয়েছিলেন। আর এখন তারা টাকা দিচ্ছে না বলে তাঁদের সম্পর্কে এরকম কথা বলছে।



নতুবা অন্য দলের কাছে তিনি তার মাথাটা বিক্রি আবার উঁচু দরে বিক্রি করেছেন।




অতঃপর আমি তার প্রোফাইল গাঁটতে লাগলাম। পরে দেখতে পারলাম ২৭ অক্টোবর ব্যাতিত তার আর কোন পোষ্ট নায়। যারা Mufassil Islam কে অনেক দিন হতে ফলো করছেন তারা আমার কথার মানে বুশতে পারবেন। Mufassil Islam কোন মাসে কোন কারণে একটা ভিডিও আপলোড করবেন এ ভাবা আসলেই অনেক কঠিন। আসলে তিনি অক্টোবরের সব ভিডিও ডিলেট করেছেন। দুঃখের বিষয় ঐ ভিডিওটা আমি যদি ডাউনলোড করে রাখতে পারতাম।


আসলে এই Mufassil Islam আমাদের সাধারণ জনগণের মন নিয়ে খেলা করছে। তার আসল মতলবটা কি সেটা এখনও বুঝতে না পারলেও তিনি যে ভাল মনের মানুষ না সেটা সহজেই অনেকই হয় তো বুঝে ফেলেছেন। আসলে অহংকার পতনের মূল। আর এই Mufassil Islam এর এখন অহংকার দেখা যাচ্ছে। কিছু দিন পর দেখা যাবে তার পতন।
২৪ মে ২০১৫ রাত ১১:৩৯
263402
আহমেদ ফিরোজ লিখেছেন : ধন্যবাদ ভাই সুন্দর একটা ভিডিও লিংক দেয়ার জন্য। তাইলে ওর ভন্ডামী এখন জনে জনে রটে গেছে..।
২৪ মে ২০১৫ রাত ১১:৪৩
263403
আহমেদ ফিরোজ লিখেছেন : আমি যাষ্ট তাকে ভন্ড আর পাগল প্রমানের চেষ্টা করেছি। এজন্য জামায়াতের ব্যপারটা এড়িয়ে গেছি। কারন অনেকে বলবে জামায়াতের বিরোধীতার কারনে আমরা ওনার পেছনে লাগছি। মুলত সে যে আসলেই একটা ভন্ড প্রতারক সেটাই প্রমান করলাম জামায়াত ফ্যাক্টর ছাড়াই।
২৫ মে ২০১৫ রাত ১২:১৩
263404
এ,এস,ওসমান লিখেছেন : তিনি যতই নিজেক ইসলামী
২৫ মে ২০১৫ রাত ১২:১৭
263405
এ,এস,ওসমান লিখেছেন : তিনি যতই নিজেক ইসলামী চিন্তাবিদ বলুন না কেন তার উদ্দেশ্য কিন্তু ঐ রাজনৈতিক।
তাই আমি তার রাজনৈতিক ইস্যুতে হিট করেছি।

তার চ্যালেন্সে যে গোলাম আজমের ছেলে কত সুন্দর উত্তর দিয়েছে তা Abdullahil Amaan Azmi এর স্ট্যাটাস টা না পড়লে বোঝা যায় না।
322310
২৫ মে ২০১৫ রাত ০১:২৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ভন্ডামীর একটা সিমা থাকা দরকার!! তিনি সিমা অতিক্রম করেছেন। ধন্যবাদ তথ্য বৃত্তিক পোস্টের জন্য।
২৫ মে ২০১৫ সকাল ০৯:৪১
263435
আহমেদ ফিরোজ লিখেছেন : ধন্যবাদ আপনাকেও ভাই।
322323
২৫ মে ২০১৫ রাত ০৪:২৪
আব্দুল গাফফার লিখেছেন : আগেই সন্দেহ হয়েছিল আপনার তথ্যবহুল পোস্টটি পড়ে আরো ক্লিয়ার হলাম । অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য
২৫ মে ২০১৫ সকাল ০৯:৪৩
263436
আহমেদ ফিরোজ লিখেছেন : আমি তো এখানে খুবই সামান্য ভন্ডামী তুলে ধরেছি। তার ভন্ডামী আরো জানতে এই লিংকে যেতে পারেন https://www.youtube.com/watch?v=_tL9JswAb2w
322325
২৫ মে ২০১৫ রাত ০৪:৫৩
তহুরা লিখেছেন : আগেই সন্দেহ হয়েছিল আপনার তথ্যবহুল পোস্টটি পড়ে আরো ক্লিয়ার হলাম । অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য
২৫ মে ২০১৫ সকাল ০৯:৪৬
263439
আহমেদ ফিরোজ লিখেছেন : ধন্যবাদ। এটা তার ভন্ডামীর খুবই সামান্য অংশ মাত্র।
আরো দেখতে এই লিংকে যেতে পারেন।
https://www.youtube.com/watch?v=_tL9JswAb2w
322326
২৫ মে ২০১৫ রাত ০৪:৫৭
এলিট লিখেছেন : এভাবে সমালোচনা করতে গিয়ে এমন লোকদের আপনারাই বিখ্যাত বানিয়ে দিচ্ছেন। আপনার এই লেখাটির কারনে আরো অন্তত ৫০০ জন নতুন মানুষ এই লোকটিকে চিনল। দয়া করে, এভাবে এত কস্ট করে বিনামুল্যের বিজ্ঞাপন করবেন না। ধন্যবাদ।
২৫ মে ২০১৫ সকাল ০৯:৪৯
263441
আহমেদ ফিরোজ লিখেছেন : যখন লাখখানেক লোক তাকে চিনেছে তখন আরো ৫০০ জন চেনায় কিছু হবেনা। কারন এই ৫০০জন ছাড়াও সবাই এখন তাকে পাগল ভন্ড হিসেবেই চিনবে। পাগলকে চিনলেই কি আর না চিনলেই কি ভাই? তবে তাকে নিয়ে এটাই প্রথম এবং শেষ লেখা। ধন্যবাদ ভালো মন্তব্যের জন্য।
322327
২৫ মে ২০১৫ সকাল ০৫:২৮
তহুরা লিখেছেন :
322328
২৫ মে ২০১৫ সকাল ০৫:২৯
২৫ মে ২০১৫ সকাল ০৯:৫০
263443
আহমেদ ফিরোজ লিখেছেন : ধন্যবাদ আমান আজমী ভাইয়ের গুরুত্বপূর্ন জবাবটা এখানে দেয়ার জন্য।
১০
322334
২৫ মে ২০১৫ সকাল ০৬:৩০
নীলাঞ্জনা লিখেছেন : ওনার সাথে টাকা পয়সা নিয়ে আপনার কোন সমস্যা হয় নি তো?

না, মানে সন্দেহ হচ্ছে। ছাগলে-ছাগলে এত দ্বন্দ!
২৫ মে ২০১৫ সকাল ০৯:৫৪
263446
আহমেদ ফিরোজ লিখেছেন : আপনি ছাগল সম্বোধন করলেন আবার টাকা পয়সার সমস্যার কথাও বললেন.!!
ছাগলের কখনো টাকা পয়সা নিয়ে সমস্যা হয় এটা তো আজ প্রথম শুনলাম!!!!!!
নিজের কথায় নিজেই ধরা পড়লেন। এক্কেরে মুফাস্সিল সাবের মতই। দুজনের ভালোই মিল দেখতে পাচ্ছি। Winking Happy
২৫ মে ২০১৫ সকাল ১১:১৬
263459
নীলাঞ্জনা লিখেছেন : আরে ভাই, ছাগল মানে ছাগু, আপনি এবং উনি। এবার পরিস্কার হয়েছে?
২৫ মে ২০১৫ সকাল ১১:২২
263460
আহমেদ ফিরোজ লিখেছেন : ছাগল মানে ছাগু এটা কোনে অভিধানে পাইলেন? আর ছাগুটাই বা কি?
২৫ মে ২০১৫ সকাল ১১:৩৪
263464
নীলাঞ্জনা লিখেছেন : হাঁ, এটি নতুন ট্রাম, অবিধানে যুক্ত হয়েছে। ছাগু মানে- আপনি স্বয়ং এবং উনি। এবার বুঝা গেল?
২৫ মে ২০১৫ সকাল ১১:৩৭
263465
আহমেদ ফিরোজ লিখেছেন : হা হা হা ...... আপনার সাথে কথা বলে ভালো লাগতেছে আসলে.... । আপনি আমার সকল লেখার বিরোধীতা করলেও কেন জানি আপনার এই বিরোধীতাকে ভালোই লাগে। কোনো পোষ্টে আপনাকে না পেলে ভালো লাগেনা। শরীর সুস্থ আছে তো... ভাই/আপা??
২৫ মে ২০১৫ সকাল ১১:৪২
263466
নীলাঞ্জনা লিখেছেন : যাক, ছাগলকে ছাগু অর্থ বুঝানো গেল।
২৫ মে ২০১৫ সকাল ১১:৫৬
263468
আহমেদ ফিরোজ লিখেছেন : বার বার গোজামিল দিতে দিতে টিচারের যখন গলধ:ঘর্ম অবস্থা, তখন একপর্যায়ে টিচারের সম্মান রক্ষার খাতিরে ছাত্র চুপশে যায়। কি দরকার বার বার প্রশ্ন করে গন্ড স্যারকে অপমান করার?? কিন্তু ছাত্রের এই চুপশে যাওয়াকে যদি টিচার নিজের বুঝানোর সাফল্য ভাবে, তবে এই টিচার দিয়ে শিক্ষকতা না করিয়ে হালচাষ করানোই উচিত বলে আমি মনে করি।
২৫ মে ২০১৫ দুপুর ১২:২৮
263484
নীলাঞ্জনা লিখেছেন : এই তো, ছাগলের বুঝ ছাগল বুঝেছে। ধন্যবাদ।
২৫ মে ২০১৫ দুপুর ১২:৪৭
263490
আহমেদ ফিরোজ লিখেছেন : Happy Winking ;Winking Tongue Surprised Smug Crying
১১
322340
২৫ মে ২০১৫ সকাল ১০:০২
মাজহার১৩ লিখেছেন : আমরা যারা এই পোষ্টটি পড়েছি, তারা যদি তাকে এখনই unfollow করে দেই সেটা হবে উত্তম।
২৫ মে ২০১৫ সকাল ১০:২২
263448
আহমেদ ফিরোজ লিখেছেন : ঠিক বলছেন। আমি কখনোই তাকে ফ্রেন্ড বা ফলো করিনি। দরকার হলে তার আইডি সার্চ দিয়েই তার কার্যকলাপ পর্যবেক্ষণ করি।
১২
322342
২৫ মে ২০১৫ সকাল ১০:২৮
আবদুল আলিম লিখেছেন : সে তো একটা তাঁর ছেঁড়া মানুষ।
২৫ মে ২০১৫ সকাল ১০:৫৩
263455
আহমেদ ফিরোজ লিখেছেন : ধন্যবাদ, সে যে তারছেঁড়া এটা সবাইকেই জানতে হবে। তাইলেই তার কথায় আর কেউ বিভ্রান্ত হবে না।
১৩
322365
২৫ মে ২০১৫ সকাল ১১:৪৭
নূর আল আমিন লিখেছেন : মোফাস্সিল একটা বিরাট মাপের রাম ছাগল
২৫ মে ২০১৫ সকাল ১১:৫৯
263473
আহমেদ ফিরোজ লিখেছেন : এই রামছাগলকে দিয়ে হালচাষ করা যাবে কিনা. এই মর্মে একটি রিট দায়ের করা হোক.....
১৪
322372
২৫ মে ২০১৫ দুপুর ১২:১৭
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ছবি দেখে মনে হচ্ছে উনি নিয়মিত গঞ্জিকা সেবন করেন...আর এই ধরনরে গঞ্জিকা সেবক জ্ঞ্যানিদের থেকে এর বেশি আশা করেন...?
২৫ মে ২০১৫ দুপুর ১২:৫১
263491
আহমেদ ফিরোজ লিখেছেন : হা হা .. গঞ্জিকা তুমি মুফাস্সিলকে বানাইলা পাগল..।
১৫
322377
২৫ মে ২০১৫ দুপুর ১২:৩৪
egypt12 লিখেছেন : মুফাসসিলের মূল ব্যবসা প্রবাসীদের বিভিন্নভাবে কানাডা, আমেরিকা ও অষ্ট্রেলিয়ায় মাইগ্রেশনের জন্য প্রলুব্ধ করে মোটা অংকের টাকা মেরে দেয়া।
২৫ মে ২০১৫ দুপুর ১২:৫৩
263492
আহমেদ ফিরোজ লিখেছেন : গোপন কথা ফাঁস করলেন ভাই। এইডা তো জানতাম না। এমন আরো অনেক কিছুই হয়তো ফাঁস হবে, যা কেউ জানতোনা আগে।
২৫ মে ২০১৫ বিকাল ০৪:৪৬
263536
egypt12 লিখেছেন : আমার খুব ঘনিষ্ঠ আত্মীয় তার ফাঁদে পড়েছে আজ প্রায় এক বছর। ৮-৯ লাখ টাকা মেরে দিয়ে আজ-কাল করে করে দিন পার করে দিচ্ছে। এই ব্যাটাকে আমার আগেই টাউট মনে হত তাই আমাকে একবার জানালেও আমি টাকাটা দিতে না করতাম।
২৫ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
263561
আহমেদ ফিরোজ লিখেছেন : সো স্যাড.. আল্লাহ এই প্রতারক থেকে সবাইকে হেফাযত করুক।
১৬
322383
২৫ মে ২০১৫ দুপুর ০১:৪১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : এই বেয়াদব,রাম ছাগল ও ভন্ডর মুখোশ খুলে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, ভালো লাগলো
২৫ মে ২০১৫ দুপুর ০১:৪৯
263500
আহমেদ ফিরোজ লিখেছেন : ধন্যবাদ মামুন ভাই।
১৭
322406
২৫ মে ২০১৫ বিকাল ০৪:৩২
ববি_জি লিখেছেন : বছর খানেক আগে তিনি পহেলা বৈশাখ পালন ও উৎসব করা ইসলামে জায়েজ হবে, তার পক্ষে যুক্তি দিয়ে একটা ষ্ট্যাটাস দিয়েছিলেন। আমি যুক্তি দিয়ে তার প্রতিবাদ করায় তিনি আমার কমেন্টটা মুছে আমাকে তার আইডিতে ব্যান করেন।
২৫ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
263562
আহমেদ ফিরোজ লিখেছেন : ব্লকই হলো এসব ভন্ডদের শেষ অস্ত্র ভাই।
১৮
322410
২৫ মে ২০১৫ বিকাল ০৫:৪১
মোহাম্মদ লোকমান লিখেছেন : পাগলেরও মাথা খারাপ হয়। :- প্রমাণীত
২৫ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
263563
আহমেদ ফিরোজ লিখেছেন : জী ভাই, এটা নতুন করে প্রমান হলো।
১৯
322626
২৬ মে ২০১৫ দুপুর ০২:২৭
একটি সকাল লিখেছেন : এই পোস্টে Mufassil Islam অনেক ক্ষতি হয়ে গেলো। ৯০ হাজার ফলোয়ার থেকে ৪৫৩৯৬

২৬ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫০
263847
আহমেদ ফিরোজ লিখেছেন : না ভাই ফলোয়ার এত কমেনাই, এটা তার পেজ, আইডি না। আইডি হলো এটা(নিচে)। আর ফলোয়ার কমা না কমা কিছুনা। পাগলরে ফলো করলেই কি আর না করলেই কি।

২০
322662
২৬ মে ২০১৫ বিকাল ০৪:৫০
ইবনে আহমাদ লিখেছেন : মেহেরবানী করে আর মাতামাতি করার প্রয়োজন নেই।
পাগলের মাথা খারাপ হলে যা হয়। কিছুদিন অপেক্ষা করতেন ভাল হত। আরো তথ্য পাবেন। এই লোকের প্রথম যেদিন ভিডিও ক্লিপ দেখেছিলাম সেদিন যে মন্তব্য করেছিলাম। আজও তাই।
একটা ফাজিল ছেলে। এই যা।
২৬ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫১
263848
আহমেদ ফিরোজ লিখেছেন : জি ভাই, পাগল নিয়া মাতামাতির সময় নাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File