ইসলামিষ্ট নামধারী মুফাস্সিল ইসলামের ভন্ডামীর খন্ডাংশ
লিখেছেন লিখেছেন আহমেদ ফিরোজ ২৪ মে, ২০১৫, ১০:৩৯:০৯ রাত
তার নাম মুফাস্সিল ইসলাম। তিনি একজন স্বঘোষিত ইসলামিক স্কলার, গবেষক, শরিয়া বিশেষজ্ঞ!! থাকেন লন্ডনে। ফেসবুকে তিনি বেশ বিখ্যাত(তার কথায়)। ৯০ হাজার ফলোয়ার তার! সবার মুখে মুখেই নাকি তার নাম ডাক। এমন নাম ডাকের গর্বে তার ৩২ ইঞ্চি বুক ফুলে ৫০ ছুঁই ছুঁই!!!
এসব আমি ধারনা করে বলছিনা। তার ফেসবুকের পোষ্টগুলো পড়েই বলছি।
তো ইদানিং তিনি ইসলাম, বিভিন্ন ইসলামী দল, ইসলামী নেতা সম্পর্কে আজগুবি ফতোয়া দেয়া শুরু করেছেন, কুৎসা রটানো শুরু করেছেন!!
সে ইসলামিষ্ট আর শরিয়া গবেষকের নামে কত বড় ভন্ড আর প্রতারক সেটাই আজ আমরা দেখবো ফেসবুকে তারই দেয়অ বিভিন্ন পোষ্ট বিশ্লেষন করে।
শুরু করা যাক.....
২০১৩ সালের শেষদিকে ওনার ফেসবুক স্টেটাসগুলো পড়ে বুঝলাম উনি আওয়ামী সরকারের বিরুদ্ধে ব্যপক লেখালেখি ও ভিডিও আপলোড করতেন। এসব লেখালেখিকে উনি অনলাইন আন্দোলন নাম দেন।
ডিসেম্বর'১৩ এর এই পোষ্ট থেকে বুঝা যায় তিনি যেকোন কারনেই হোক আন্দোলন বন্ধের ঘোষনা দেন। কিন্তু বিভিন্ন দল ও ব্যাক্তির অনুরোধে আবার তা শুরু করেন।
অর্থাৎ তার আন্দোলনের তীব্রতা তার সহধর্মীনিও সহ্য করতে না পেরে তাকে ছেড়ে চলে যায়।
এদিকে একের পর এক চটকদার পোষ্ট আর ভিডিওতে তার ফ্রেন্ডস আর ফলোয়ার হু হু করে বাড়তে থাকে।
একদিন বাংলাদেশের সংবিধান পোড়ানোর লাইভ ভিডিও ও আপলোড দেন... যেটাতে দেখা যায় তিনি নিজ হাতে বাংলাদেশের সংবিধান পোড়ান!!
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এভাবেই একসময় আন্দোলনের কথা বলে ফ্রেন্ড ফলোয়ারদের কাছ থেকে টাকা কামাইয়ের ধান্ধাও চলে আসে মাথায়!!
জামায়াত শিবিরের পক্ষেও চলে গুনগান।
বাড়তে থাকে লাইক কমেন্ট, বাড়তে থাকে জনপ্রিয়তা(!!)
এমন জনপ্রিয় একজন সেলিব্রেটিকে তারেক রহমান নাকি চিনেনা!! এটা হতেই পারেনা, এটা আন্দোলনকে অপমান করার সামিল(তার মতে)!!
কারন তিনি এখন আর তিনি নেই। তিনি এখন বিশাল কিছু.....!!
তিনি এখন স্বঘোষিত স্যোশাল মিডিয়া ব্যাক্তিত্বও....!! তাই বাংলাদেশের পুরনো দলগুলো তাকে দলে ভিড়াতে মরিয়া!!
ফেসবুকে তার বিশাল সমর্থক বাহিনী। তাই নিজেই দল গড়ার খায়েশ জাগলো....
এরই মাঝে একদিন পোষ্ট দিলেন তার কোন হিন্দু ভক্ত নাকি(তার বক্তব্যে আকৃষ্ট হয়ে) স্বপরিবারে ইসলাম গ্রহন করেছে!!
এমন খবরে তার ফলোয়ার আরো বাড়তে থাকে। ক্যারেশম্যাটিক ইসলামিক স্কলার বলে কথা!!
বিশাল সমর্থক বাহিনীর(৯০ হাজার ফলোয়ার + ৫০০০ ফ্রেন্ড) গরমে একসময় শেখ হাসিনাকেও হুমকী দিয়ে বসলেন....!!
সমর্থকদের ব্যপক সমর্থনের প্রেক্ষিতে একসময় দলও গঠন করে ফেললেন...
ইতোমধ্যে তিনি ইসলামি শরিয়া গভেষক হিসেবেও নিজেকে পরিচয় করালেন আর ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিও শুরু করলেন..
এবার তিনি জাকির নায়েকের ভুলও ধরা শুরু করলেন..!!
এর পর থেকেই তার ফ্রেন্ড ফলোয়াররা তার আসল রুপ দেখতে লাগলো।
তারা দেখলো তার মুখের ভাষা এমন জঘন্য.....!!
তার দেখলো একজন ইসলামিক স্কলারের(?) ক্রিকেট খেলা নিয়ে এত জোক.... আর বিব্রতকার মন্তব্য.....
দেখলো একজন ইসলামিক স্কলার(?) সবসময় স্টেটাসে লাইক ভিক্ষা করে....!!
সমর্থকরা অবাক হয়ে আরো দেখলো যে তাদের প্রিয় ইসলামি স্কলার মোশারফ করিমের নাটকও শেয়ার করে.....!!
তিনি নাকি ইসলামিক স্কলার। অথচ তিনি রাসূলের সৈনিক নন, তিনি জিয়ার সৈনিক...!!
আরো দেখা গেলো যে তিনি কথার বরখেলাপকারীও......!! তিনি গত ২২ মে রাত ৩টার পরে পোষ্ট করেছেন যে আগামী ৭দিন তিনি শুধুই ইংরেজীতে পোষ্ট করবেন।
এই ওয়াদা তিনি কয়েক দিন তো দূরের কথা কয়েক ঘন্টাও রক্ষা করতে পারলেন না...!! কয়েক ঘন্টা পরেই তিনি বাংলায় পোষ্ট করলেন!!
ওয়াদা বরখেলাপের ব্যপারে তাকে বলা হলে তিনি বললেন, সেটার জবাব আপনাকে দেয়া হবে কেনা? আগে আপনি প্রোফাইল পিকচারে মরা মানুষের পুজা বন্ধ করেন!!
অথচ তিনি নিজেই একসময় মৃত জিয়ার ছবি প্রোফাইল পিকচার করেছিলেন....!! তার প্রমান এই যে...
এবার ভন্ডামী ধরা পড়ায় তিনি বললেন, আমি কিছুক্ষনের জন্য এটা করছিলাম।
কেন.... ওনারটা পূজা হলে আপনার কিছুক্ষনেরটা কেনো পূজা হবেনা?? ভন্ডামী আর কত করবেন??
এবার সমর্থকরা তাকে পাগল ডাকা শুরু করলো......। এবারও জবাব দিলেন, জিনিয়াসদের অনেকেই পাগল বলে, নো প্রোভলেম!!
সব ভন্ডামী প্রকাশ হওয়ার পর সর্বশেষ আর যখন জবাব দিয়ে পারছেনা, এবার একমাত্র হাতিয়ার ব্লক করে দেয়া। নিজের আইডিতে ফলোয়ারদের কমেন্টের অপসন অফ করে দিয়েছেন। এমনকি যারা তার বিরুদ্ধে পোষ্ট দিবে আর সেই পোষ্টে যারা লাইক দিবে তাদেরও ব্লক মারার ঘোষনা দিয়েছেন..!!
পাগলেরও মাথা খারাপ হয় অবশেষে সেটাই প্রমান হলো....!!
তার ভন্ডামীর মুখোশ উন্মোচনের জন্য আর কিছু লাগবে বলে মনে হয়না।
সুতরাং এই ভন্ড, প্রতারক থেকে সবাই সাবধান। সে কি বললো না বললো তা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই।
কারন পাগল তো কত কিছুই বলে....!!
এখন যদি আধাপাগলও হয়ে থাকে, দেশে আসলে সংবিধান পোড়ানোর দায়ে পুলিশ প্যাদানি দিয়ে পুরোটাই পাগল করে ছাড়বে।
বিষয়: বিবিধ
৩০৪৬৩ বার পঠিত, ৫৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
https://www.youtube.com/watch?v=_tL9JswAb2w
লেখাগুলো ভাল করে বোঝার জন্য ভিডিওর রেজুয়েশন 360p বা 480p এর বদলে 720p করে নিন।
গোলাম আজম স্যারের মৃত্যু ডেট ২৩ অক্টোবর ২০১৪।
আর Mufassil Islam ২৪ কি ২৫ তারিখে তার ভিডিও দ্বারা প্রকাশ করেন যে, গোলাম আজম যুদ্ধাপরাধী ছিলেন না। এবং গোলাম আজম স্যার অনেক ভাল মানুষ ছিলেন।
কিন্তু কিছু দিন আগে তিনি তার গবেষণার দ্বারা আবার ভিডিও বানিয়ে বললেন, গোলাম আজম সহ নিজামী, মুজাহিদ এরা সবাই রাজাকার।
তাহলে কি তিনি, কোন গবেষণা না করেই বলেছেন গোলাম আজম যুদ্ধাপরাধী ছিলেন না।নাকি তিনি তখন জামায়াতের কাছ হতে টাকা খেয়েছিলেন। আর এখন তারা টাকা দিচ্ছে না বলে তাঁদের সম্পর্কে এরকম কথা বলছে।
নতুবা অন্য দলের কাছে তিনি তার মাথাটা বিক্রি আবার উঁচু দরে বিক্রি করেছেন।
অতঃপর আমি তার প্রোফাইল গাঁটতে লাগলাম। পরে দেখতে পারলাম ২৭ অক্টোবর ব্যাতিত তার আর কোন পোষ্ট নায়। যারা Mufassil Islam কে অনেক দিন হতে ফলো করছেন তারা আমার কথার মানে বুশতে পারবেন। Mufassil Islam কোন মাসে কোন কারণে একটা ভিডিও আপলোড করবেন এ ভাবা আসলেই অনেক কঠিন। আসলে তিনি অক্টোবরের সব ভিডিও ডিলেট করেছেন। দুঃখের বিষয় ঐ ভিডিওটা আমি যদি ডাউনলোড করে রাখতে পারতাম।
আসলে এই Mufassil Islam আমাদের সাধারণ জনগণের মন নিয়ে খেলা করছে। তার আসল মতলবটা কি সেটা এখনও বুঝতে না পারলেও তিনি যে ভাল মনের মানুষ না সেটা সহজেই অনেকই হয় তো বুঝে ফেলেছেন। আসলে অহংকার পতনের মূল। আর এই Mufassil Islam এর এখন অহংকার দেখা যাচ্ছে। কিছু দিন পর দেখা যাবে তার পতন।
তাই আমি তার রাজনৈতিক ইস্যুতে হিট করেছি।
তার চ্যালেন্সে যে গোলাম আজমের ছেলে কত সুন্দর উত্তর দিয়েছে তা Abdullahil Amaan Azmi এর স্ট্যাটাস টা না পড়লে বোঝা যায় না।
আরো দেখতে এই লিংকে যেতে পারেন।
https://www.youtube.com/watch?v=_tL9JswAb2w
নিন মুফাসসিল ইসলাম সাহেব, আপনার চ্যালেঞ্জের জবাবlink
না, মানে সন্দেহ হচ্ছে। ছাগলে-ছাগলে এত দ্বন্দ!
ছাগলের কখনো টাকা পয়সা নিয়ে সমস্যা হয় এটা তো আজ প্রথম শুনলাম!!!!!!
নিজের কথায় নিজেই ধরা পড়লেন। এক্কেরে মুফাস্সিল সাবের মতই। দুজনের ভালোই মিল দেখতে পাচ্ছি।
পাগলের মাথা খারাপ হলে যা হয়। কিছুদিন অপেক্ষা করতেন ভাল হত। আরো তথ্য পাবেন। এই লোকের প্রথম যেদিন ভিডিও ক্লিপ দেখেছিলাম সেদিন যে মন্তব্য করেছিলাম। আজও তাই।
একটা ফাজিল ছেলে। এই যা।
মন্তব্য করতে লগইন করুন