'ফাস্ট ডে ইন মাই কলেজ'

লিখেছেন লিখেছেন মিকি মাউস ২০ মে, ২০১৫, ০১:০৯:০২ দুপুর

অনেক ঝক্কি-ঝামেলা শেষে মেডিকেল রিপোর্ট নিয়ে কলেজ গিয়ে দেখি একজন ম্যাম কয়েকজন স্টুডেন্টের সঙ্গে কথা বলছেন।

বুঝলাম এরা আজ অথবা গতকালই বাংলাদেশ থেকে এসেছে।

ম্যাম সহজ ও সাবলীল ইংরেজিতে নিয়ম কানুন বুঝিয়ে দিচ্ছেন। ভীড়ে গেলাম তাদের সঙ্গে।

নাম এন্ট্রি করে মন দিয়ে শুনছিলাম ম্যামের কথা। পাছে আবার কি মিস করে ফেলি এ ভয়ে।

কথার এক পর্যায়ে তিনি মুখ ফসকে 'আজগে' শব্দটি উচ্চারণ করে ফেললেন। যা আমার কান এড়ায়নি।

সঙ্গে সঙ্গে বললাম, এক্সিউম মি ম্যাম। তিনি বললেন, 'হোয়াটস হ্যাপেন্ড..?' তাকে স্পস্ট বাংলায় বললাম, 'ম্যাম, আপনি বাঙ্গালী এবং কলকাতার।'

প্রথমে স্বীকার করতে না চাইলেও পরে জানালেন, আমি বাঙ্গালী এ পরিচয় পেলে তোমরা আমার সঙ্গে ইংরেজি নয় বাংলাতেই কথা বলবে। তাই আপাতত ভুলে যাও আমি বাঙ্গালী।

ম্যামকে বললাম আজগের জন্য বাঙ্গালী থাকি, এরপর থেকে না হয় ইংরেজিতে হবে। তিনি রাজি হলেন।

শুরু হলো বাংলায় বুঝানো। সবাই মনোযোগ দিয়ে শুনছি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের এদেশে থাকার এবং পড়ার নিয়মকানুন।

এক পর্যায়ে ম্যাম জানতে চাইলেন- তোমাদের সবার ই-মেইল এড্রেস দাও, পড়াশুনার কাজে প্রয়োজনীয় কাগজপত্র মেইলে পাঠাবো।

একজন দাড়িয়ে বলল- ম্যাম এটা কিভাবে পাবো, কোথায় পাবো, খরচ কত পড়বে?

তার এমন কথায় ম্যাম তো আকাশ থেকে পড়লো। তিনি বললেন তুমি আইটিতে পড়তে এসেছো অথচ ই-মেইল নেই, এমনকি এটা কি তাও জানো না। এ সাবজেক্টে কেন ভর্তি হয়েছো।

ছেলেটি বলল- আমি নয় আমার ভাইয়া এ সাবজেক্ট পছন্দ করে দিয়েছ।

এবার ম্যাম বলল, তুমি ফেইসবুক ইউজ করো। ছেলেটি বলল হ্যাঁ করি। তাহলে একাউন্ট খুলেছো কিভাবে। ছেলেটি বলল- জি-মেইল দিয়ে।

এবার ম্যামসহ ক্লাসের সবাই হাসি চেপে না রাখতে পেরে অট্টহাসিতে ফেটে পড়লো।

পরে ম্যাম সবাইকে থামতে বলে ছেলেটিকে সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে বলল। ছেলেটিও সব বুঝলো।

প্রথম দিনে ক্লাসে মজাই পেলাম। আল্লাহ, বাকি ক্লাসগুলোও যেন এভাবে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি।

ও হ্যাঁ আমার মূল ক্লাস শুরু হবে জুনের ১ তারিখ থেকে সপ্তাহে একদিন ক্লাস। তার আগ পর্যন্ত ফাউন্ডেশন ক্লাস চলবে সপ্তাহে দুদিন করে।

(বি. দ্র. উচ্চ-শিক্ষার জন্য আমি এখন মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থান করছি।)

বিষয়: বিবিধ

১১৮৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321247
২০ মে ২০১৫ দুপুর ০২:২৭
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২১ মে ২০১৫ রাত ০২:৩৭
262536
মিকি মাউস লিখেছেন : সত্যি বলছেন?
321257
২০ মে ২০১৫ দুপুর ০৩:১৯
আহসান সাদী লিখেছেন : ভালো। কোন ইউনিভার্সিটিতে আছেন?
২০ মে ২০১৫ দুপুর ০৩:২৫
262339
মিকি মাউস লিখেছেন : পুত্রা ইন্টিলেক কলেজ।
321271
২০ মে ২০১৫ বিকাল ০৪:২৬
নন্টে ফন্টের মামু লিখেছেন : আজগের মতো এটাই শুদু পড়লাম।
২১ মে ২০১৫ রাত ০২:৩৮
262537
মিকি মাউস লিখেছেন : তাহলে আজগে কি আপনাকে ধন্যবাদ দিতে হবে?
321272
২০ মে ২০১৫ বিকাল ০৪:২৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : গেলা কবে?
২১ মে ২০১৫ রাত ০২:৩৯
262539
মিকি মাউস লিখেছেন : এপ্রিলে
321339
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইমেইল নাই জিমেইল আছে!!!
২১ মে ২০১৫ রাত ০২:৩৯
262541
মিকি মাউস লিখেছেন : আমার দুটাই আছে
321348
২০ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
নিরবে লিখেছেন : স্বাগতম
২১ মে ২০১৫ রাত ০২:৪০
262542
মিকি মাউস লিখেছেন : আপনাকেও
321612
২১ মে ২০১৫ বিকাল ০৫:২২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।

আমার বহুদিনের পুরোনো একটা কথা মনে পড়লো! সদ্য বিবাহিতা আমি! তখনো মোবাইল খুবই রেয়ার প্রজাতি! কালে ভেদ্রে চোখে পড়তো! পতিজ্বি কোম্পানির তরফ থেকে দুটা মোবাইল চালাতেন!

পেপারে পড়লাম নতুন সেলফোন আসছে নানানরকম আধুনিক প্রযুক্তি নিয়ে! আমি পতিজ্বিকে বললাম ঘটনা! উনি বললেন মোবাইল আর সেলফোন এক। আমি বললাম না! এক হতেই পারে না! সেলফোন একটা আর মোবাইল অন্যটা Cool

আপানদের জন্য শুভাকামনা রইলো! আর হ্যা ফার্স্ট ইয়ার ডেম কেয়ার মনে করবেন না যেনো! Talk to the hand
২১ মে ২০১৫ বিকাল ০৫:৪০
262678
মিকি মাউস লিখেছেন : আপনার মজার ঘটনা শেয়ার করার জন্য ধন্যবাদ, অবশ্যই না আপু।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File