সাবেক বন্ধুকে লেখা মিকিমাউসের 'চিঠি'

লিখেছেন লিখেছেন মিকি মাউস ১৯ মে, ২০১৫, ০১:৩৯:৪২ রাত



বিশ্ব যখন তথ্যপ্রযুক্তির জোয়ারে ভাসছে তখন চিঠি-পত্রের প্রচলন উঠেই গেছে বলা চলে, আজ পুরোনো এক সাবেক বন্ধুকে ফেইসবুকের ইনবক্সে চিঠি লিখেছি। চিঠিটি ফেইসবুক বন্ধুদের শেয়ার করলাম-

সাবেক বন্ধু,

কেমন অাছিস। জানি খুবই ভাল আছিস। চিঠি লেখার তো সিস্টেম উঠেই গেছে, তাও তোকে আমি ফেইসবুকে চিঠি লিখছি। একটা সময় তুই আমার খুব ভাল বন্ধু ছিলি। ছিলাম এক সঙ্গেও।

অনাকাঙ্খিত একটা ঘটনায় তুই আমাকে ইচ্ছাকৃতভাবে দুরে সরিয়ে দিয়েছিলি। তবে সেটা যে সাজানো ছিল তাতে কোন সন্দেহ নেই। জানি না তোর মনে কি ছিল। এবং সে ঘটনাটি সম্পর্কে তুই সবচেয়ে বেশি ভাল জানিস। তারপর থেকে তোর কাছ থেকে দুরে থাকি।

মনে পড়ে সে দিনটির কথা, যেদিন তোর বোনের ............. বাড়ি থেকে ভ্যান গাড়িতে করে আমাররুম এ এনে তুলেছিলাম।

আজ তোর অনেক উন্নতি হয়েছে। অনেক টাকার মালিক হয়েছিস। গাড়ি বাড়ির ও মালিক হয়েছিস। দেখে খুব ভাল লাগে।

আজ তোকে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। কথাটি হলো দুজন আজ দুজন থেকে অনেক দুরে থাকলেও ফেইসবুকের কল্যাণে সবাই খুব কাছেই আছি।

ফেইসবুকে তোর বিভিন্ন সাফল্যের ছবি দেখে খুব ভাল লাগে। কিন্তু সে সব অর্জন উপভোগের সময় তোর গর্ভধারিনী মা ও জন্মদাতা পিতাকে তোর সঙ্গে না দেখতে পেয়ে সত্যিই খুব কষ্ট লাগে।

জানি না তাদের সঙ্গে বর্তমানে তোর যোগাযোগ কেমন, আশা করি ভালই। তবে তোর সকল অর্জন তোর পিতামাতাকে নিয়েই উদযাপন করা উচিত বলে আমি মনে করি।

তুই যত বড়ই হোস না কেন তাদের ভুলে যাসনে, তাদের কিছু না দিলেও দেখবি তারা সব সময় তোর মঙ্গল চায়।

এখন তুই ও বাবা হয়েছিস, সন্তান যত বড় হবে আর তোর থেকে দুরে সরে গেলে এ ব্যাথাটা বুঝতে পারবি।

আর তেমন কিছু লিখে তোর সময় নষ্ট করছি না। অনধিকার চর্চার জন্য ক্ষমা চাইছি।

ইতি,

তোর এক সময়ের বন্ধু

মিকিমাউস

বিষয়: বিবিধ

১১৫৭ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320926
১৯ মে ২০১৫ রাত ০২:০০
দুষ্টু পোলা লিখেছেন : অনেক দিন পর আপনাকে ব্লগে পেলাম, ভালো লাগলো
১৯ মে ২০১৫ রাত ০২:০৬
262043
মিকি মাউস লিখেছেন : এখন থেকে আবারও নিয়মিত থাকছি ব্লগে... Happy Happy Happy
320935
১৯ মে ২০১৫ রাত ০২:২৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ফেসবুকের কারনে বন্ধুকে কাছে পেয়ে চিঠি পোস্ট করেছেন.......! ব্লগের কল্যাণে আজ আপনাকে আমরা বন্ধু হিসেবে কাছে পেলাম, ধন্যবাদ চিঠি শেয়ার করার মাধ্যমে আমাদের বন্ধু হবার জন্য.।
১৯ মে ২০১৫ রাত ০৮:১৩
262184
মিকি মাউস লিখেছেন : আমি আসলে অনেক দিন ব্লগ থেকে দূরে ছিলাম, এখন থেকে নিয়মিত হব। আশা করি বন্ধুত্ব অটুট থাকবে সবসময়।
320938
১৯ মে ২০১৫ রাত ০২:২৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
আপনার ব্লগিং পরিসংখ্যান দেখে থমকে গেলাম!!! দুবছরেরও উপরে ব্লগিং অথচ মন্তব্য মাত্র, শুধু মাত্র, কেবলমাত্র,২টি...... হি হি হি হি.....

ব্লগিংয়ের মজা খূঁজে পাননি বুঝতে পাচ্ছি!!!
১৯ মে ২০১৫ বিকাল ০৪:০০
262148
আবু আশফাক লিখেছেন : এ্যয়ছা এ্যয়ছা অবস্থা?????
১৯ মে ২০১৫ রাত ০৮:১৫
262186
মিকি মাউস লিখেছেন : এভাবে কাউকে লজ্জা দিতে নাই। তাছাড়া আমি অন্য কাজে বিজি ছিলাম। সোনারবাংলাদেশ আমার অনেক লিখা ছিল। অনেক পুরনো হলে মনে থাকার কথা।
১৯ মে ২০১৫ রাত ১১:৩৬
262230
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সরি....!! লজ্জা দূর করে ব্লগিংয়ের উদ্দেশ্য পূরন করুন!
321020
১৯ মে ২০১৫ দুপুর ০৩:৫১
আফরা লিখেছেন : বন্ধুকে যে উপদেশ গুলো দিয়েছেন সেগুলো আপনি ঠিক মত পালন করেন তো মিকি মাউস ভাইয়া ।

নিজে পালন না করে অন্যকে উপদেশ দিলে কিন্তু আল্লাহ নারাজ হবেন ভাইয়া ।

তবে আমি আশা করি আপনি ঠিকই করেন । ধন্যবাদ ভাইয়া ।
১৯ মে ২০১৫ রাত ০৮:১৭
262187
মিকি মাউস লিখেছেন : উপদেশ তারই দেয়া উচিত যে ঐই কাজ গুলোর ব্যাপারে সচেতন। সুতরাং বুঝতেই পারছেন।
321222
২০ মে ২০১৫ দুপুর ০১:২৮
নন্টে ফন্টের মামু লিখেছেন : আঁই নন্টে ফন্টের মামু। আঁই এক্কেরে লতুন আইচি। আঁই আন্নের বন্ধু হবার চাই। আন্নে কি আমারে এইহানে গিয়া দেইখ্যা আইবেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File