দেশপ্রেম

লিখেছেন লিখেছেন মুহাম্মদ আব্দুল হালিম ২০ মে, ২০১৫, ১২:৪১:৪৯ রাত

সুইডিশ ল্যাংগুয়েজ ক্লাশে এক বাংলাদেশিকে একজন জিগ্গেস করলো যে তুমি কোন দেশ থেকে এসেছো??

তার উত্তর দেয়া দেখে চরম মাথা গরম হয়ে গেলো, ভাগ্গিস আমি রাগ করলে আমি চিতকার করিনা।

সে উত্তর দিলো... আগে ভারত ছিলো... মানে আগে ভারতের মধ্যে ছিলো তারপর পাকিস্তান... এখন ভারতীয় উপমহাদেশে।

তখন পাশে বসা ইন্ডিয়ান ছেলেটা বললো যে সোজা করে উত্তর দিলেই তো হয়।

কিরাম লাগে?? গতকাল থেকে মাথা থেকে এটা নামাতেই পারছিনা। কেমন মানুষদের জন্ম দেয় সোনার বাংলা যারা নিজেদের পরিচয় দিতে কুন্ঠবোধ করে। এরাই হলো আসল রাজাকার। কিছু বাংলাদেশি আছে বিদেশে আইসা নিজেদের দেশের নামতো উজ্জ্বল করার চেষ্টা করে না, বরং এদের কাছে বাংলাদেশ নামটি হলো একটি লজ্জ্বার বিষয়। বিশ্বাস করুন বা না করুন এমন মানুষের সংখ্যা কম নয়। অনেকেই আছে যারা রেস্টুরেন্টের ব্যবসা করে ইন্ডিয়ার নাম ব্যবহার করে আবার এনারাই মুখের ফেনা তুলে বাংলাদেশ নিয়ে কথা বলে।

একদিন এক বাংগালীর সাথে কথা বললে সে যে বাংলাদেশি তার চেয়ে বড় বিষয় তার কাছে "লাল পাসপোর্ট" (বিদেশি সিটিজেন) আছে। এসব মানুষই টাকা ইনকাম করে ঢাকায় ফ্লাট কিনে আর বিদেশি কালচার কে তাদের নেক্সট প্রজন্মের মাধ্যমে বাংলাদেশ ট্রান্সফার করে। হাফপ্যান্ট কালচার মূলত এই শ্রেনীর মানুষের কল্যানেই বাংলাদেশে প্রসার লাভ করেছে। এনাদের কাছে সাদা চামড়া আর লাল পাসপোর্ট হলো তাদের সব।

যারা বাংলাদেশে রাজাকার নিয়ে বেশ চিন্তিত তাদের উচিত এসব মানুষদের দিকে নজর দেয়া। তিতা হলেও সত্য যে যারা দেশে রাজাকার শব্দ তুলে মুখে ফেনা তুলছে এদের অনেকেই বিদেশে এসে অ্যাসাইলাম সিক করে সেই রাজাকার হয়েই। আওয়ামী লীগার রা জামায়াত হয়ে বিদেশে অ্যাসাইলাম সিক করে। এটিই বাস্তবতা। রাজনীতি হলো একটি ব্যবসা ঠকানোর ব্যবসা। একটি ইল্যুশন, যেখানে কোন সল্যুশন থাকেনা, মানুষকে ঠকিয়ে নিজের ফায়দা লোটাই হলো সল্যুশন।

মানুষের জন্য কাজ করা এখন আর রাজনীতির উদ্দেশ্য নয়। রাজনীতি হলো এখন কে কাকে ব্যবহার করে আখের গোছাতে পারে তার ধান্ধা।

দেশপ্রেম একটি চেতনা, এটি দেশকে ঘৃণা করা না, এটি মানুষ এবং সমাজকে ভাগ করা না। দেশপ্রেম মানেই হলো সকলকে নিয়ে একটি সুখী জাতির স্বপ্ন দেখা। দেশপ্রেম মানেই হলো প্রতিক্ষনে দেশের প্রতিনিধিত্ব করা, নিজের সামর্থ্যটুকু দিয়ে দেশের সন্মানকে, দেশের নামটাকে সবার কাছে উন্নত রাখা। এটিই দেশপ্রেম। দেশপ্রেম ব্যক্তির অনুধাবনের বিষয়, এটি ব্যক্তিগতভাবেই আগে করা লাগে। দেশপ্রেম মানে আওয়ামী, বিএনপি করা বা অন্যকোন দল করা নয়। যারা এসব বলে তাদের দ্বারা আপনি ব্যবহৃত হচ্ছেন কিনা চিন্তা করে দেখার বিষয়। দেশপ্রেম কখনও মানুষকে ঘৃণা করতে শেখায় না, দেশপ্রেম প্রেম শেখায় সে প্রেম শুধুমাত্র মানচিত্রের জন্য নয়, বা শুধুমাত্র ভূ-খন্ডের জন্যও নয়, এই প্রেম দেশের সকল মানুষের প্রতি, দেশের সকল সম্পদের প্রতি।

সবার মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত হোক। এই কামনাই করি।

বিষয়: বিবিধ

১২৯০ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321112
২০ মে ২০১৫ রাত ০১:০৭
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।

আমি আরো দশ বছর আগে যখন ল্যাংগুয়েজ ক্লাস করেছি তখন আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমার দেশ কোথায় এর উত্তরে বাংলাদেশ বললে কেউ চিনতো না। ইন্ডিয়ার পাশে বললে কিছুটা চিনতো! খুব মন খারাপ হতো তখন। এখন বন্যা, ভূমিকম্প, অরজকতা, রেশমা কাহিনীর কল্যানে বাংলাদেশ বললেই চিনে! আমার সেই দুঃখ রয়েই গেলো! খুব খারাপ লাগতো ক্লাসে যখন বলা হতো তৃতীয় বিশ্ব হলো বাংলাদেশ!

দেশপ্রেম নিয়ে আপনার মানসিকতা এবং ভাবনা ভালো লেগেছে! জাযাকাল্লাহু খাইর!
০১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
265369
মুহাম্মদ আব্দুল হালিম লিখেছেন : আপু আপনি কই থাকেন? সুইডেনে নাকি? ধন্যবাদ
০৪ জুন ২০১৫ রাত ০২:৩৬
266276
সাদিয়া মুকিম লিখেছেন : ইতালি!
321118
২০ মে ২০১৫ রাত ০১:৩১
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
265370
মুহাম্মদ আব্দুল হালিম লিখেছেন : ধন্যবাদ
321122
২০ মে ২০১৫ রাত ০১:৪১
আহসান সাদী লিখেছেন : লেখাটা ভালো। দেশ নিয়ে কুণ্ঠাবোধ অনেকের আছে, এটা অবাস্তব নয়। বড় নির্মম বাস্তব। উল্টোটাও দেখা যায়। অতি দেশপ্রেম দেখাতে গিয়ে অনেকেই মিথ্যার আশ্রয় নেন, বানিয়ে বানিয়ে দেশকে উপরে তুলে দেন। এটাও খারাপ।

রেস্টুরেন্টের ব্যাবসায় ইন্ডিয়ার নাম নেয়ার বিষয়টা একটু যদি পরিষ্কার করতেন ভালো হতো।

দেশপ্রেম বিষয়টা আলাদা কোনো বৈশিষ্ট নয়। একজন সচেতন মানুষের মধ্যে অবশ্যম্ভাবী অনেকগুলো বৈশিষ্ট্যের একটি কম্পোনেন্ট হলো দেশপ্রেম।

আপনাকে ধন্যবাদ।
০১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
265371
মুহাম্মদ আব্দুল হালিম লিখেছেন : ঠিকই বলেছেন, ধন্যবাদ
321127
২০ মে ২০১৫ রাত ০২:০৩
নীলাঞ্জনা লিখেছেন : তো ভায়া, আপনি কি মতলব নিয়ে আল্লার আরবী/ফার্সি, মক্কা-মদীনা ছেড়ে ইহুদী-নাসারার সুইডিশ ল্যাংগুয়েজ ক্লাশে মনযোগী হলেন? দেশপ্রম আর ইসলাম গিলে খেয়ে মাল কামানো যায় না, তাই??
২০ মে ২০১৫ রাত ০৪:২৬
262262
মনসুর আহামেদ লিখেছেন : @নীলাঞ্জন,ফুয়াদ পাশা ,লিটুয়ারা
অপ্রিয় সত্য কথা,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নি
২০ মে ২০১৫ রাত ০৪:২৬
262263
মনসুর আহামেদ লিখেছেন : @নীলাঞ্জন,ফুয়াদ পাশা ,লিটুয়ারা
অপ্রিয় সত্য কথা,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নি
321128
২০ মে ২০১৫ রাত ০২:২৭
অবাক মুসাফীর লিখেছেন :
ভাইজান, এই নেন ঝাটা, আমার উপরের জনকে দুইটা বাড়ি দিয়ে বাকি বাড়িগুলো ওই রাজাকারদের নিতম্ভে...
321140
২০ মে ২০১৫ রাত ০৪:২০
শেখের পোলা লিখেছেন : একটা জরিপ করে দেখাযেতে পারে কয়জনের মাঝে দেশ প্রেম আছে৷ আমার বিশ্বাস ১৬ কোটির মধ্যে খাঁটি বা নির্ভেজাল দেশ প্রেম ১৬ জনের মধ্যেও পাবেন না৷ তবে মুখে ফেনা তোলার মত অধিকাংশকে পাবেেন৷
321162
২০ মে ২০১৫ সকাল ১১:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই ধরনের লোকগুলি প্রায় দেশে এসে আমাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেন!
321171
২০ মে ২০১৫ সকাল ১১:৫১
321223
২০ মে ২০১৫ দুপুর ০১:২৯
নন্টে ফন্টের মামু লিখেছেন : আঁই নন্টে ফন্টের মামু। আঁই এক্কেরে লতুন আইচি। আঁই আন্নের বন্ধু হবার চাই। আন্নে কি আমারে এইহানে গিয়া দেইখ্যা আইবেন?
১০
321483
২১ মে ২০১৫ রাত ০২:২৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো, অনেক ধন্যবাদ..
০১ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
265372
মুহাম্মদ আব্দুল হালিম লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File