বাংলা বোখারী পড়লে গোমড়া হয়ে যাবেন!
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১৫ মার্চ, ২০১৬, ০৯:৫৫:৩২ সকাল
এই স্লোগানটা একেবারেই নতুন, আজ থেকে ৪/৫ বছর আগেও এই স্লোগান ছিলো না।যদিও বাংলা বেখারী দেখেছি আজ থেকে ২০/২৫ বছর আগেও।
তবে ইদানিং দেওবন্দী আলেমগণকে প্রায়ই বলেত শোনা যায় বাংলা বুখারী পড়লে যুবকরা গোমড়া হয়ে যাবে! এবং এর বিরুদ্ধে তারা প্রায় আলোচনা-প্রচারণা চালাতে দেখা যায়।
কিন্তু ইসলামী কিতাবের নামে মানুষের ঈমান-আমল ধ্বংসকারী কিছু কিতাব ঘরে ঘরে মানুষকে গোমড়া করছে তার বিরুদ্ধে তারা কিছু বলে না। কারণ এসব কিতাব তাদের রুটি-রুজিতে কোন আঘাত করেনি! তাদের স্বার্থে আঘাত দেয়নি! তাদের কর্তৃত্বে কোন প্রভাব ফেলেনি!
-বাংলায় মাকসুদ-উল-মো’মিন পড়লে মানুষ গোমড়া হয় না!
-বাংলায় নেয়ামূল কোরআন পড়লে মানুষ গোমড়া হয় না!
-বাংলায় বেহেশতী জেওর পড়লে মানুষ গোমড়া হয় না!
-বাংলায় পঞ্জেখানা অজিফা পড়লে মানুষ গোমড়া হয় না!
-বাংলায় বারো চান্দের ফজিলত পড়লে মানুষ গোমড়া হয় না!
-বাংলায় ফাজায়েলে আমল পড়লে মানুষ গোমড়া হয় না!
-বাংলায় ফাজায়েলে হজ্জ্ব, সদাকাত পড়লে মানুষ গোমড়া হয় না!
-বাংলায় আশেক মাশুক বা এস্কে এলাহী পড়লে মানুষ গোমড়া হয় না!
-বাংলায় ভেদে মারেফত বা ইয়াদে খোদা পড়লে মানুষ গোমড়া হয় না!
-বাংলায় লজ্জাতুন্নেছা বা তাবিজের কিতাব পড়লে মানুষ গোমড়া হয় না!
- এই বাংলায় ...
শুধু বাংলায় বোখারী পড়লেই কেবল মানুষ গোমড়া হয়!!! তাই না হুজুর?!?
এই শিক্ষাই শিখেছেন মাদ্রাসায়???
বিষয়: বিবিধ
১৫৭৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন