মসজিদে নজরদারি করবে সাদা পোশাকের পুলিশ : আইজিপি

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ০৫ ডিসেম্বর, ২০১৫, ০৩:১৫:১৯ দুপুর



রাজধানীর মসজিদগুলোতে সাদা পোশাকে নজরদারি করার জন্য পুলিশের বিশেষ শাখার সদস্যদের নির্দেশ দিয়েছেন আইজিপি একেএম শহীদুল হক। শনিবার সকালে পুলিশ হেডকোয়ার্টাসে ওলামা মশায়েখদের সঙ্গে এক সভায় এ নির্দেশ দেন তিনি।

এসময় একএম শহীদুল হক প্রত্যেক শুক্রবার রাজধানীর সকল মসজিদে জুম্মার নামাজের পর বয়ানে যেন কোনো প্রকার জঙ্গি কর্মকাণ্ডকে উস্কানি দিয়ে কথা না বলার জন্য ওলামা মশায়েখদের অনুরোধ করেন।

তিনি জানান, রাজধানীতে যে কোনো ধরনের নাশকতা বন্ধে মসজিদগুলোতে নজরদারি করবে বিশেষ শাখার পুলিশ।

সবার উদ্দেশে তিনি বলেন, ইসলাম ও জঙ্গিবাদ এক বিষয় নয়। এ বিষয়ে মসজিদে আগতদের সচেতন করতে ওলামা মশায়েখদের আহ্বান জানান তিনি।

এছাড়া দেশব্যাপী ওলামা মশায়েখদের ওয়াজ মাহফিলে পর্যপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

(রুকু-সিজদায় গিয়ে কেউ চিন্তা করবেন না যে, আপনার দিকে নজর রাখছেন। ইবাদত করুন পূর্ণ মনোযোগের সাথে। ভয় নাই আল্লাহ আপনাকে দেখছেন। আত্মসমর্পণ করুন একমাত্র মহান আল্লাহ তা'আলার নিকট।)

http://www.bdfirst.net/newsdetail/detail/200/174121

বিষয়: বিবিধ

১৩০৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352780
০৫ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:১৮
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : তাই প্রত্যেক মসজিদে তাবিজের গুরুত্ব তুলে ধরার আহ্বান জা্নাই!
০৬ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৩৯
292927
নেহায়েৎ লিখেছেন : সাথে পীর-মাজার ব্যবসার উপকারিতা নিয়ে কথা বলা যায়।
352781
০৫ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:২৯
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : L ভালো লাগলো অনেক ধন্যবাদ।
০৬ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৪০
292928
নেহায়েৎ লিখেছেন : খুবই ভাল লাগল। অনেক ধন্যবাদ।
352786
০৫ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৫১
সাইফুল ঈদগাহ কক্স লিখেছেন : আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে দিন। কারো কোন প্রশ্ন অভিযোগ আবেদন পরামর্শ সংশোধনী থাকলে নামাজ শেষে ইমাম সাহেবকে আস্তেকরে ভদ্রভাবে বলুন। মসজিদে বিশৃংখলা সৃষ্টি করবেন না। মুসজিদে কেউ ইমাম সাহেবের বিপক্ষে কথা বললে গণধোলাই খাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না।
০৬ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৪১
292929
নেহায়েৎ লিখেছেন : বিজয় ইসলামের হবে কোন সন্দেহ নাই। কারো হম্বিতম্বি কাজে আসবে না।
352832
০৫ ডিসেম্বর ২০১৫ রাত ১০:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উনি কোনদিন না নিজেকেই বড় ইসলাম বিশেষজ্ঞ দাবি করেন!!
০৬ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৪১
292930
নেহায়েৎ লিখেছেন : জি শরীয়া বিশেষজ্ঞ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File