সাহেব ও মোসাহেব

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ০৭ অক্টোবর, ২০১৫, ০৮:২৭:০৫ সকাল



সাহেব কহেন, “চমৎকার ! সে চমৎকার !”

মোসাহেব বলে, “চমৎকার সে হতেই হবে যে !

হুজুরের মতে অমত কার ?”

সাহেব কহেন, “কী চমৎকার,

বলতেই দাও, আহা হা।”

মোসাহেব বলে, “হুজুরের কথা

শুনেই বুঝেছি, বাহাহা বাহাহা বাহাহা!”

সাহেব কহেন, ”কথাটা কি জান ? সেদিন– ?

মোসাহেব বলে, “জানি না আবার ?

ঐ যে, কি বলে, যেদিন–”

সাহেব কহেন, ”যেদিন বিকেলে বৃষ্টিটা ছিল স্বল্প।”

মোসাহেব বলে, “আহা হা, শুনেছ ?

কিবা অপরূপ গল্প !”

সাহেব কহেন ”আরে ম’লো ! আগে

বলতেই দাও গোড়াটা !

মোসাহেব বলে, “আহা-হা গোড়াটা !

হুজুরের গোড়া ! এই, চুপ, চুপ ছোঁড়াটা!”

সাহেব কহেন, ”কি বলছিলাম,

গোলমালে গেল গুলায়ে !”

মোসাহেব বলে, “হুজুরের মাথা ! গুলাতেইহবে !

দিব কি হস্ত বুলায়ে !”

সাহেব কহেন, “শোনো না। সেদিন

সূর্য উঠেছে সকালে !”

মোসাহেব বলে, “সকালে সূর্য ?

আমরা কিন্তু দেখি না কাঁদিলে কোঁকালে!”

সাহেব কহেন, “ভাবিলাম, যাই,

আসি খানিকটা বেড়ায়ে,”

মোসাহেব বলে, “অমন সকাল ! যাবে কোথা বাবা,

হুজুরের চোখ এড়ায়ে !”

সাহেব কহেন, “হ’ল না বেড়ানো,

ঘরেই রহিনু বসিয়া !”

মোসাহেব বলে, “আগেই বলেছি ! হুজুর কি চাষা,’

বেড়াবেন হাল চষিয়া ?”

সাহেব কহেন, “বসিয়া বসিয়া

পড়েছি কখন ঝিমায়ে !”

মোসাহেব বলে, “এই চুপ সব !

হুজুর ঝিমান ! পাখা কর্, ডাক্ নিমাইএ!”

সাহেব কহেন, “ঝিমাইনি, কই

এই ত জেগেই রয়েছি।”

মোসাহেব বলে, “হুজুর জেগেই রয়েছেন, তা

আগেই সবারে কয়েছি !”

সাহেব কহেন, “জাগিয়া দেখিনু, জুটিয়াছে যত

হনুমান আর অপদেব !”

“হুজুরের চোখ, যাবে কোথা বাবা ?”

প্রণমিয়া কয় মোসাহেব।

(কাজী নজরুল ইসলাম)

বিষয়: বিবিধ

১২০২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344747
০৭ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৩৪
হতভাগা লিখেছেন : ছড়াটি যেন কার ?
০৭ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৪০
286046
নেহায়েৎ লিখেছেন : কাজী নজরুল ইসলাম
344877
০৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ওহ!!! আপনি এত ভাল লিখা কপি করতে পারেন। এটা তো ভাবতেই পারিনা। মনে হচ্ছে যেন আপনারই লিখা!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File