কোন মুসলমানের নামে কোন কথাই বাড়িয়ে বলা যাবে না!!!
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২৩ জুলাই, ২০১৫, ১০:১৫:২৭ সকাল
গতকাল ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এবং ড. সাইফুল্লাহ স্যারের দুইটা আলোচনা শুনলাম ইউটিউবে। শুনে আমি একটু আতংকিত। আমরা যারা মুসলমান কিন্তু ইসলামের জ্ঞান নাই তারা ভয়াবহ বিপদে আছি।
-
যেকোন মুসলমানের সমালোচনার ক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে। অনেক বেশি সাবধান হতে হবে। কারণ যে ব্যাক্তি যা নয় সেটা যদি আমরা বলি, বিচারের দিন কঠিন অবস্থার মুখোমুখি হতে হবে। যেমন- ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বললেন- যারা বলেন- ডাঃ জাকির নায়েক ইহুদী-খ্রিষ্টানদের দালাল। শেষ বিচারের দিন তাদের কাছে দলিল চাওয়া হবে যে, তোমরা যারা এই মুসলমানকে ইহুদীদের দালাল বলেছ, তারা দলিল-প্রমাণ দাও। না দিতে পারলে তাদেরকে রাখা হবে, যেখানে দোযখবাসীদের দূর্গন্ধযুক্ত রক্ত-পূঁজ, মল-মূত্র জমা হবে, সেই ডাষ্টবিনে। এবং বলা হবে তোমরা যতোদিন তোমাদের কথার দলিল-প্রমাণ দিতে না পারবে ততোদিন তোমরা এখানে থাক।
-
আমাদের হুশিয়ার হতে হবে কোন মুসলমানের ক্ষেত্রেই কোন কথাই নূন্যতম বাড়িয়ে বলা যাবে না। তবে কোন মুসলিম ভুল করলে সেই পরিমাণ বলা যাবে যতটুকু সে করেছে। এর তিল পরিমাণ বাড়িয়ে বললে আমাদের কঠিন বিচারের মুখোমুখি হতে হবে।
-
গতকাল আর একটা ওয়াজ শুনলাম নুরুল ইসলাম ওলিপুরী সাহেব এর। তিনি বললেন- ডাঃ জাকির নায়েক এক বান্দর আর মতিউর রহমান আরেক বান্দর। তখন সকল শ্রোতা সমস্বরে বলে উঠল ঠিক ঠিক! আমি শুনে পুরাই টাস্কিত। একজন আলেম এর মুখে একজন মুসলিমের নামে এ কেমন কথা! কোন দলিলের ভিত্তিতে তিনি দুইজন মুসলিমকে বান্দর বললেন?!?
-
আসুন আমরা সাবধান হই। আমরা যারা আবেগের বশে-রাগের বশে-হিংসার বশে বিভিন্ন আলেম এর নামে আজে-বাজে কথা বলি, ছবি বিকৃত করি। সাবধান! সাবধান!! সাবধান!!!
অন্ধ হিংসা হতে দূরে সরে আসি। আল্লাহকে ভয় করি। আখিরাতকে প্রধান্য দেই। কোন দলকে নয়, বিশেষ গোষ্ঠীকে নয়, কোন বিশেষ ব্যাক্তিকে নয়।
বিষয়: বিবিধ
১৫২০ বার পঠিত, ১৫ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খায়র।
উপরোক্ত কথাটির পক্ষে কোন দলিল থাকলে উপস্থাপন করুন প্লিজ।
সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর
https://www.youtube.com/watch?v=FANNxX_lP4w
https://www.youtube.com/watch?v=FANNxX_lP4w
মন্তব্য করতে লগইন করুন