"বন্দে মাতরম" সংগীত কি?

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২৩ মার্চ, ২০১৫, ১০:০১:১৯ সকাল

বন্দে মা'তরম!!!

-

বৃটিশ বিরোধী আন্দোলনে কংগ্রেসদল বন্দে মা'তরম কে জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করেছিল। এর রচয়িতা ছিলেন বিখ্যাত মুসলিম বিদ্বেষী লেখক বঙ্কিম চন্দ্র চট্টপাধ্যায়। মুসলিম বিদ্বেষে পরিপূর্ণ তার লিখিত গ্রন্থ 'আনন্দ মঠ' এ এই সংগীতটি রয়েছে। গ্রন্থে মুসলমানদের বিরুদ্ধে অভিযানকারী একদল সন্তানের মুখ দিয়ে এই সংগীত গাওয়ানো হয়েছে। তাছাড়া এটি দূর্গা দেবীর প্রশস্তি সংগীত হিসেবে রচিত হয়েছিল। লা-শরীক আল্লাহতে বিশ্বাসী কোন মুসলমানই তখন এই সংগীতকে মেনে নিতে পারে নি। সেই সময় দল মত নির্বিশেষে সকল মুসলমান এর বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। কংগ্রেসরা একে জাতীয় সংগীত হিসেবে বহাল রাখতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। কিন্তু মুসলমানদের প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠলে কবি রবীন্দ্রনাথ এটার মিমাংসায় এগিয়ে আসেন। তিনি এই সংগীতের প্রথম চার লাইনকে দূর্গার বন্দনা হিসেবে গ্রহণ না করে দেশ মাতৃকার বন্দনা হিসেবে গ্রহণ করার পক্ষে মত দেন। রবীন্দ্রনাথের এ পরামর্শ কংগ্রেসরা মেনে নিলেও মুসলমানরা এটা মানতে রাজী হলেন না। তারা জানালেন মুসলমানরা তাওহীদবাদী, তারা একমাত্র মহান আল্লাহ তা'আলা ছাড়া কারো বন্দনা বা পূজা করতে পারে না। তাছাড়া এই সংগীত রচনার পিছনে মুসলিম বিদ্বেষের যে যোগ আছে তা মুসলমানরা ভুলে যেতে পারে না। এটা হিন্দুদের জাতীয় সংগীত হতে পারলেও মুসলমানদের জাতীয় সংগীত হতে পারে না কিছুতেই!

(আজ সকালে পড়লাম বৃটিশ বিরোধী আজাদী আন্দোলনে আলেম সমাজের ভূমিকা শীর্ষক বইতে)

বিষয়: বিবিধ

২৮৩৬ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310604
২৩ মার্চ ২০১৫ সকাল ১০:১৭
সজল আহমেদ লিখেছেন : যাক পোন্দে মাতরমের অজানা ইতিহাসটা জানা হোল ।
২৩ মার্চ ২০১৫ দুপুর ১২:০২
251601
নেহায়েৎ লিখেছেন : মহান আল্লাহ তা'আলা আমাদেরকে সঠিকটা জানার তাওফিক দান করুন।
310608
২৩ মার্চ ২০১৫ সকাল ১১:১৪
দ্য স্লেভ লিখেছেন : মুসলিমরা বরাবরই সকল অন্যায়ে প্রতিবাদী ছিল এবং তাদের ঈমানে আঘাত লাগে এমন কিছুকে মেনে নেয়নি
২৩ মার্চ ২০১৫ দুপুর ১২:০৩
251602
নেহায়েৎ লিখেছেন : মুসলিমরা তাওহীদে বিশ্বাসী। তারা কোন শিরকী কুফরী আকিদায় বিশ্বাস করতে পারে না।
310610
২৩ মার্চ ২০১৫ সকাল ১১:১৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : আগে সামান্য ধারণা থাকলেও আজ আপনার মাধ্যমে বিষয়টি ভাল করে জানতে পারলাম । ধন্যবাদ।
২৩ মার্চ ২০১৫ দুপুর ১২:০৩
251603
নেহায়েৎ লিখেছেন : মহান আল্লাহ তা'আলা আমাদের সব-সময় সঠিকটা জানার তাওফিক দান করুন। জাজাকাল্লাহু খাইরান।
310615
২৩ মার্চ ২০১৫ সকাল ১১:২৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ইসলাম কি কোন জাতীয় সংগীত সমর্থন করে?
২৩ মার্চ ২০১৫ দুপুর ১২:০৯
251605
নেহায়েৎ লিখেছেন : কুরআন এবং হাদীসে কোন ইসলামী সংগীত এর কথা পাওয়া যায় না। তবে বিভিন্ন যুদ্ধে সাহাবীদের মুখে বিভিন্ন ধরণের তাওহীদের কবিতার কথা শুনা যায়, যেটা কিছুটা গানের মতোই। এখন বিভিন্ন মুসলিম রাষ্ট্রে জাতীয় সংগীত আছে বলে জানা যায়। সেটা তাদের নিজেদের তৈরী। এর ইসলামের সম্পর্ক কতটুকু আল্লাহ ভাল জানেন।
২৩ মার্চ ২০১৫ বিকাল ০৫:৪২
251633
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

বিশেষ উতসাহ-উদ্দীপনা সৃষ্টিতে সমবেত গীত/ কোরাসের অবদান সহীহ হাদীসে প্রমানিত!

ইসলামে ভৌগলিক জাতীয়দাবাদের কোন ঠাঁই যদিও নেই; কিন্তু বাস্তবে একটি দেশের মানুষকে একটিমাত্র কম্যান্ডের অধীনে দায়িত্বপালন করতে হয় বলে ঐ জনগোষ্ঠীকে উজ্জীবিত করার মত কোরাস থাকাতে দোষের কিছু আছে বলে মনে হয়না; আল্লহতায়ালাই ভালো জানেন।
310622
২৩ মার্চ ২০১৫ সকাল ১১:৫২
বাকপ্রবাস লিখেছেন : মুসলমান মাইরের উপর আছে জানিনা সমাধান আছে কিনা, হিন্দু মুসলিম সমস্যা ও কখনো শেষ হবে বলে মনে হয়না, বন্দে মা তরমও চেন্জ হবার আশা নেই
২৩ মার্চ ২০১৫ দুপুর ১২:১১
251606
নেহায়েৎ লিখেছেন : মুসলিমরা তাওহীদ হতে দূরে সরে যাওয়ার কারণেই মাইরের উপর আছে। তারা এক আল্লাহর উপর তাওয়াক্কুল না করে এখনও বিভিন্ন পীর-মাজার-ব্যাক্তির প্রতি ভরসা করে। এটা ঈমানী দূর্বলতা। আর তারা কুরআন-হাদীসের ভিত্তিতে এক হতে পারছে না। ইনশ আল্লাহ এই সমস্যা একদিন শেষ হবে।
310640
২৩ মার্চ ২০১৫ বিকাল ০৫:৪১
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

বিশেষ উতসাহ-উদ্দীপনা সৃষ্টিতে সমবেত গীত/ কোরাসের অবদান সহীহ হাদীসে প্রমানিত!

ইসলামে ভৌগলিক জাতীয়দাবাদের কোন ঠাঁই যদিও নেই; কিন্তু বাস্তবে একটি দেশের মানুষকে একটিমাত্র কম্যান্ডের অধীনে দায়িত্বপালন করতে হয় বলে ঐ জনগোষ্ঠীকে উজ্জীবিত করার মত কোরাস থাকাতে দোষের কিছু আছে বলে মনে হয়না; আল্লহতায়ালাই ভালো জানেন।
১৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:৫৩
298178
নেহায়েৎ লিখেছেন : জি এটা আমিও শুনেছি। আপনার মতোই। আল্লাহ ভাল জানেন।
310671
২৩ মার্চ ২০১৫ রাত ০৮:৪১
শেখের পোলা লিখেছেন : ওটাতো হিন্দু প্রধান দেশের ব্যাপার৷ আমাদেরটা নিয়ে কিছু বলুন৷ এাতেও শির্ক রয়েছে- আকাশ বাতাস বাংলা মায়ের নয় ওটা আল্লাহর, আল্লাহর যায়গায় আমরা কি দেশের মাটিকে বসাচ্ছিনা? ধন্যবাদ৷
১৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:৫৪
298179
নেহায়েৎ লিখেছেন : জি আমাদের জাতীয় সংগীত একজন ইসলাম বিদ্বেষীর লেখা। এটাও পুরা শিরকী আকিদার গান। আল্লাহ আমাদের এসব থেকে হেফাজত করুন।
310703
২৩ মার্চ ২০১৫ রাত ১১:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:৫৫
298180
নেহায়েৎ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
310843
২৪ মার্চ ২০১৫ বিকাল ০৪:১১
হতভাগা লিখেছেন : হিন্দুরা যোগসাসজোশ না করলে উপমহাদেশ এতটা বছর বৃটিশদের দখলে থাকতো না
১৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:৫৬
298182
নেহায়েৎ লিখেছেন : তাদের চামচামির কারণেই বৃটিশরা এতো বছর রাজত্ব করতে পেরেছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File