আপনি কি সহীহ আকিদার মুসলিম???

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ০৮ মার্চ, ২০১৫, ১০:০১:৪২ সকাল

পরিচয় দিবেন আপনি সহীহ আকিদার মুসলিম কিন্তু সালাত আদায় করবেন না তা হবে না।

-

পরিচয় দিবেন আপনি সহীহ আকিদার মুসলিম টাখনুর নিচে কাপড় পরবেন এটা চলবে না।

-

বলবেন আপনি সহীহ আকিদার মুসলিম দাড়ী রাখবেন না এটা মানতে পারি না।

-

নিজেকে ভাববেন সহীহ আকিদার মুসলিম কিন্তু গান-বাজনা শুনবেন তা হবে না।

-

বলবেন আপনি সহীহ আকিদার মুসলিম কিন্তু কুরআন হাদীস না পড়ে শুধুই অন্ধ অনুসরণ করবেন এটাতে হয় না।

-

সহীহ আকিদার মুসলিম পরিচয় দিয়ে আপনি অশ্লীলতা করবেন এটা মানা অসম্ভব।

-

সহীহ আকিদার মুসলিম পরিচয় দিয়ে আপনি মানুষের সাথে ধোঁকবাজী-প্রতারণা করবেন তা কিভাবে হয়?

-

সহীহ আকিদার মুসিলম পরিচয় দিয়ে আপনি মানুষের জান-মালের ক্ষতি করবেন এটাও মানা যায় না।

-

আপনি সহীহ আকিদার মুসলিম পরিচয় দিয়ে জঘন্য ভাষায় অপর মুসলিম ভাইকে গালি দিবেন, তাহলে আপনি কিভাবে সহীহ আকিদার মুসলিম?!?!?

বিষয়: বিবিধ

১০৮৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307818
০৮ মার্চ ২০১৫ দুপুর ০১:০২
আফরা লিখেছেন : এটা নামে চাপার জোরে সহীহ আকিদার মুসলিম ।
307831
০৮ মার্চ ২০১৫ দুপুর ০২:০৯
সোহেল মোল্লা লিখেছেন : অনেক ধন্যবাদ
307840
০৮ মার্চ ২০১৫ দুপুর ০৩:০০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আধাআধি। মানি আবার মানি না Sad Sad
307854
০৮ মার্চ ২০১৫ দুপুর ০৩:৫৪
হতভাগা লিখেছেন : সহী আকিদার মুসলমান তবে আল্লাহর আইনের বিপরীতে গিয়ে ২য় বিয়ের জন্য ১ম স্ত্রীর অনুমতির নেওয়া সহী হবে কি ?
307870
০৮ মার্চ ২০১৫ বিকাল ০৫:৫৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : স্বকীয়তা ঠিক রেখে যুগের সাথে তাল মেলাতে কিংবা লিবারেল হতে দোষ নেই কিন্তু স্বকীয়তা বিলীন করে চলমান প্রবাহের সাথে মিশে যাওয়া অবশ্যই দূষণীয়। একজন মুসলমান হিসেবে পাপ পুণ্য সম্পর্কে জ্ঞ্যান থাকা সত্ত্বেও বন্ধুদের আড্ডায় মান রক্ষায় মুখে সিগারেট, হাতে মদের বোতল, যাচ্ছেতাইভাবে মেয়েদের সাথে উঠবস, মুখে খিস্তী খেউর, নামাজ তরক, কোনআন-হাদীস অধ্যয়ন থেকে দূরে সরে থাকা নিজেকে লিবারেল অথবা মড়ারেট প্রমাণ করার জন্য, তাহলে কিন্তু আমার স্বকীয়তা ঠিক থাকে না।


পাঞ্জাবী পরা, মুখে দাড়ি রাখা, শার্ট গায়ে ইমামতি করা, টুপি পরা, কারো কারো মতে মেয়েদের মুখে নিকাব ব্যবহার না করা(যদিও নিকাব পরাই উত্তম পন্থা) ইত্যাদি ইসলামী জীবনাচরণে অলঙ্ঘনীয় বিষয় নয় ঠিক কিন্তু লিবারেল হতে গিয়ে যদি বোরখা অথবা বড় চাদর না পরে শরীর দেখিয়ে চলে, নামাজটাই মিস যায়, কোরআন হাদীস অধ্যয়ন বন্ধই হয়ে যায়, নাজায়েজ কাজগুলো হালাল হয়ে যায়, তাহলে সে হতে পারে শতভাগ মডারেট, লিবারেল, পরমত ও পথ সহিষ্ণু কিন্তু প্রকৃত ধার্মিক নয়, সবি ভন্ডামী!
307919
০৮ মার্চ ২০১৫ রাত ১০:১৯
শেখের পোলা লিখেছেন : আল্লাহই ভাল জানেন৷ কেমন আছেন? অনেকদিন পর দেখা হল৷ ধন্যবাদ৷
307924
০৮ মার্চ ২০১৫ রাত ১০:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আকিদা বেশি খুজতে গিয়ে মুসলিম এর মান ই অনেক সময় কমে যায়!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File