নরম কার্পেটে দামী জায়নামাজ।
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২৮ মে, ২০১৪, ০৯:৪০:৫২ সকাল
মাশা আল্লাহ। সুন্দর মসজিদ। মুসুল্লীদের কাতারে সুন্দর কার্পেট বিছানো তার উপর নরম কাপড় বিছানো। যেন সবাই আরাম করে সালাত আদায় করতে পারে।
কিন্তু তারপরও দেখা যায় এক কেউ কেউ কাতারের মধ্যে এই নরম কাপড়ের উপর দামী জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করেন! মাঝে মাঝে আমার মনে প্রশ্ন জাগে, এত সুন্দর কার্পেট এবং নরম কাপড় বিছানো থাকার পরও কেন এরা দামী জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করে?!?!?
(১) এভাবে সালাত আদায় করা কি সুন্নত?
(২) এতে কি ছওয়াব বেশি হয়?
(৩) নাকি সালাতে মনোযোগ বেশি হয়?
(৪) নাকি জায়গা দখল করে রাখা! এটা আমার জায়গা, এখানে আমি ছাড়া অন্য কেউ দাড়াতে পারবে না!
(৫) নাকি এতে নিজের প্রতি গুরুত্ব আরোপ করা হয়! আমি একজন এলাকার গুরুত্বপূর্ণ ব্যাক্তি! সুতরাং---------
(৬) নাকি নিজের সম্মান বাড়ানোর জন্য! আমাকে সম্মান করুন। আমি ওমুক অফিসার বা এতবড় কর্মকর্তা ছিলাম!
(৭) অথবা আমার মেলা টাকা পঁয়সা! সুতরাং আমি একটু আলাদা অন্য মুসুল্লীদের চেয়ে!
সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। শুধু তাই নয় এটা প্রতিদিন মুসলমানদের জন্য পাঁচবার ট্রেনিং। বিরাট একটা প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ হতে আমরা কি শিক্ষা পাই!! মুসলমান মুসলমান পরস্পর ভাই ভাই। এই ভ্রার্তৃত্বের বন্ধন মজবুত হয় যখন পরস্পর মিলেমিশে কাতার বদ্ধ হয়ে ধনী-গরীব, সাদা-কালো, ছোট-বড়, উঁচু-নিচু সবাই একাকার হয়ে যাই।
আল্লাহু আকবার! কত বড় ইসলামের শিক্ষা। পরস্পরে কোন ভেদাভেদ নাই।
আর কাতরের মাঝের এই জায়নামাজ--------------!!!
এতে বরং আরো দুই মুসুল্লীর মাঝে গ্যাপ সৃষ্টি হয়, তাতে কাতার সোজা হওয়ার ক্ষেত্রে ব্যাঘাত হয়। পাশের মুসুল্লীর সাথে একটা মানসিক দূরত্ব তৈরী হওয়ার সুযোগ থাকে!
কোন গরীব দিন মজুর যদি তার পাশে সালাতে দাড়ায় তার কি অবস্থা হবে! আমার মনে হয় সেই কূলি বা মজুরের সালাতের মনোযোগ নষ্ট হয়ে যাবে! সে ভয়ে থাকবে স্যারের দামী জায়নামাজে আমার পা লাগে কি-না!
অথব সেই বড়লোক মুসুল্লীর বাসার দাড়োয়ান বা ড্রাইভার যদি তার পাশে দাড়ায় সেও ভয়ে থাকবে স্যার জায়নামাজে যদি পা লাগে কি জানি বিপদ হয়!!!
ভুল হইলে মাফ দিয়েন। এগুলো আমার নিজস্ব চিন্তা ভাবনা। সবার সাথে শুধু শেয়ার করলাম মাত্র।
বিষয়: বিবিধ
১৫৭৯ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহ খাইরান!
সে বলল- ভাই এটা হাজী সাব এর জায়গা!!! এখান থাইকা হইরা বন।
মন্তব্য করতে লগইন করুন