"প্রেম খেলা খেলায়"
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২০ জানুয়ারি, ২০১৪, ০১:৪৭:৪১ দুপুর
মিলতে পারলে স্রষ্টা সনে লাগেনা
নামাজ রোজা,
মিছে কোথায় মরছ খুঁজে
বেহেশত খুব সোজা!
শুনলে আজান তল্পি নিয়ে
উল্টো সে পালায়!!
নবীর প্রেমের পাগল যারা
প্রেম খেলা খেলায়!!!
আহা- নবীর প্রেমের পাগল যারা
প্রেম খেলা খেলায়!!!
প্রেমের জ্বালা জাগলে বুকে
বাড়ায় যাতনা,
কোন প্রেমে সে প্রেমাবেগে
হারায় চেতনা!
বাবার নামে গায় গুণগান
মুরিদ ও চেলায়!!
নবীর প্রেমের পাগল যারা
প্রেম খেলা খেলায়!!!
আহা- নবীর প্রেমের পাগল যারা
প্রেম খেলা খেলায়!!!!
ভাব সাগরে দেহ তরী
উজানে ভাসায়,
নেচে গেয়ে জমায় জিকির
দর্শনের আশায়!
আশিক হইয়া মাশুক খোঁজে
এই গাজার মেলায়!!
নবীর প্রেমের পাগল যারা
প্রেম খেলা খেলায়!!!
আহা- নবীর প্রেমের পাগল যারা
প্রেম খেলা খেলায়!!!!
ক্বলবে তাদের কি-যে আছে
নিজেই জানেনা,
নিজের মতো ধর্ম সাজায়
কিতাব মানে না!
বুঝবে ওরা আসছে সেদিন
পড়বে যে ঠেলায়!!
নবীর প্র্রেমের পাগল যারা
প্রেম খেলা খেলায়!!!
আহা- নবীর প্রেমের পাগল যারা
প্রেম খেলা খেলায়!!!
বিষয়: বিবিধ
১৮৮৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফাটায়া দিলারে
প্রেম খেলা খেলায়!!!
সুন্দর হয়েছে চালিয়ে যান
কিতাব মানে না!
বুঝবে ওরা আসছে সেদিন
পড়বে যে ঠেলায়!!
সেদিন আসবেই সব ভন্ডদের কপালে ইনশাআল্লাহ।
তবে আল্লাহর কাছে দুআ করি তিনি যেন সব মুসলিমকে সঠিক পথের দিশা দেন।আমিন।
জাজাকাল্লাহ....ভাইজান।
মন্তব্য করতে লগইন করুন