"প্রেম খেলা খেলায়"

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২০ জানুয়ারি, ২০১৪, ০১:৪৭:৪১ দুপুর

মিলতে পারলে স্রষ্টা সনে লাগেনা

নামাজ রোজা,

মিছে কোথায় মরছ খুঁজে

বেহেশত খুব সোজা!

শুনলে আজান তল্পি নিয়ে

উল্টো সে পালায়!!

নবীর প্রেমের পাগল যারা

প্রেম খেলা খেলায়!!!

আহা- নবীর প্রেমের পাগল যারা

প্রেম খেলা খেলায়!!!

প্রেমের জ্বালা জাগলে বুকে

বাড়ায় যাতনা,

কোন প্রেমে সে প্রেমাবেগে

হারায় চেতনা!

বাবার নামে গায় গুণগান

মুরিদ ও চেলায়!!

নবীর প্রেমের পাগল যারা

প্রেম খেলা খেলায়!!!

আহা- নবীর প্রেমের পাগল যারা

প্রেম খেলা খেলায়!!!!

ভাব সাগরে দেহ তরী

উজানে ভাসায়,

নেচে গেয়ে জমায় জিকির

দর্শনের আশায়!

আশিক হইয়া মাশুক খোঁজে

এই গাজার মেলায়!!

নবীর প্রেমের পাগল যারা

প্রেম খেলা খেলায়!!!

আহা- নবীর প্রেমের পাগল যারা

প্রেম খেলা খেলায়!!!!

ক্বলবে তাদের কি-যে আছে

নিজেই জানেনা,

নিজের মতো ধর্ম সাজায়

কিতাব মানে না!

বুঝবে ওরা আসছে সেদিন

পড়বে যে ঠেলায়!!

নবীর প্র্রেমের পাগল যারা

প্রেম খেলা খেলায়!!!

আহা- নবীর প্রেমের পাগল যারা

প্রেম খেলা খেলায়!!!

বিষয়: বিবিধ

১৮৮৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

164828
২০ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:০১
সালাহ লিখেছেন : বুঝবে সেদিন ! কিন্তু সব শেষ......
২০ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১২
119024
নেহায়েৎ লিখেছেন : ঠিক বলেছেন ভা্ই, সেদিন আর সময় থাকবে না।
164831
২০ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:০৯
বাকপ্রবাস লিখেছেন : আহারে আহারে
ফাটায়া দিলারে
Cook Cook
২০ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৩
119025
নেহায়েৎ লিখেছেন : ওদের এই প্রেম খেলা যে কবে বন্ধ হবে!!!
164852
২০ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৪
ইক্লিপ্স লিখেছেন : ভালো লাগলো Angel Angel Angel
১৭ জুন ২০১৫ সকাল ০৯:১৪
268664
নেহায়েৎ লিখেছেন : ধন্যবাদ আপনার ভাললাগার জন্য।
164866
২০ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৭
ফেরারী মন লিখেছেন : আহা- নবীর প্রেমের পাগল যারা
প্রেম খেলা খেলায়!!!

সুন্দর হয়েছে চালিয়ে যান
১৭ জুন ২০১৫ সকাল ০৯:১৫
268665
নেহায়েৎ লিখেছেন : ওদের এই প্রেম খেলাটা কি জিনিস, আজও বুঝলাম না!
164893
২০ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৯
ইমরান ভাই লিখেছেন : নিজের মতো ধর্ম সাজায়

কিতাব মানে না!

বুঝবে ওরা আসছে সেদিন

পড়বে যে ঠেলায়!!

সেদিন আসবেই সব ভন্ডদের কপালে ইনশাআল্লাহ।
তবে আল্লাহর কাছে দুআ করি তিনি যেন সব মুসলিমকে সঠিক পথের দিশা দেন।আমিন।

জাজাকাল্লাহ....ভাইজান।
১৭ জুন ২০১৫ সকাল ০৯:১৬
268667
নেহায়েৎ লিখেছেন : ঠিক বলেছেন ভাই। বারাকাল্লাহুমা ফিকুম।
164937
২০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : কবিতা ভালো হয়েছে Rose Rose Rose
১৭ জুন ২০১৫ সকাল ০৯:১৬
268668
নেহায়েৎ লিখেছেন : জাজাকাল্লাহু খাইরান। Happy Happy Happy
১৮ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৪৬
268957
ফাতিমা মারিয়াম লিখেছেন : দেড় বছর পরে মন্ত্যবের জবাব?:Thinking :Thinking :Thinking
২১ জুন ২০১৫ সকাল ১০:২৭
269206
নেহায়েৎ লিখেছেন : এরকম আমার কয়েকবার হয়েছে, অনিয়মিত হওয়ার কারণে। Happy
165193
২১ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৮
আলোকিত ভোর লিখেছেন : ভালো লাগলো Rose
১৭ জুন ২০১৫ সকাল ০৯:১৭
268669
নেহায়েৎ লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ। Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File