কতিপয় গুরুত্বপূর্ণ দু'আ-০৬
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ২৫ জুলাই, ২০১৩, ০২:৪৮:২৮ দুপুর
২৩) বিপদাপদের দু'আ-
''লা-ইলা-হা ইল্লাল্ল-হুল 'আযীমুল হালীম। লা-ইলা-হা ইল্লাল্ল-হু 'আরশিল 'আযীম, লা-ইলা-হ ইল্লাল্ল-হু রব্বুস সামা-ওয়া-তি ওয়া রব্বুল আরযি ওয়া রব্বুল 'আরশিল আযীম।
অর্থ- মহা ধৈর্যশীল আল্ল-হ ব্যতীত প্রকৃতপক্ষে কোন উপাস্য নেই, আরশে আযীমের প্রতিপালক আল্ল-হ ব্যতীত প্রকৃতপক্ষে কোন উপাস্য নেই; আসমানসমূহ, যমীন ও মহাসম্মানিত আরশের প্রতিপালক আল্ল-হ ব্যতীত প্রকৃতপক্ষে কোন উপাস্য নেই। (বুখারী হাঃ৫৮৯৯)
২৪) ঝড়-তুফানে যে দু'আ পড়তে হয়-
''আল্ল-হুম্মা ইন্নী আসআলুকা খইরহা- ওয়া খইরা মা-ফীহা ওয়া খইরা মা- উরসিলাত বিহী ওয়া আ'উযু বিকা মিন শাররিহা- ওয়া শাররি মা- ফীহা ওয়া শাররি মা-উরসিলাত বিহ।
অর্থ- হে আল্ল-হ! আমি তোমার নিকট ঝড় ও বাতাসের কল্যাণ চাই যে কল্যাণ তার মধ্যে নিহিত রয়েছে এবং যে কল্যাণ তার সাথে প্রেরিত হয়েছে। আর আমি আশ্রয় চাচ্ছি তোমার নিকট তার অনিষ্ট হতে এবং যে অনিষ্ট তার সাথে প্রেরিত হয়েছে, সে অনিষ্ট হতে। (তিরমিযী হাঃ৩৩৮৩)
২৫) খাওয়া শুরুর দু'আ-
''নাবী (সাঃ) বলেন - যখন তোমাদের কেউ আহার করে তখন সে যেন বলে ''বিসমিল্লাহ''
অর্থ- আল্ল-হর নামে শুরু করছি।
যদি শুরুতে ভুলে যায় তবে স্মরণ হওয়া মাত্র বলবে-''বিসমিল্লা-হি আওওয়ালাহু ওয়াআখিরাহু।
অর্থ- আল্ল-হর নামে প্রথম হতে শেষ পর্যন্ত। (মিশকাত হাঃ৪০২০)
বিষয়: বিবিধ
২১২৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন