কতিপয় গুরুত্বপূর্ণ দু'আ-০৪
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১৮ জুলাই, ২০১৩, ১০:২৩:২৫ সকাল
১৩) শয়নকালে দু'আ-
''আল্লা-হুম্মা বিইসমিকা আমূতু ওয়া আহইয়া।''
অর্থ- হে আল্ল-হ! আমি তোমারই নাম নিয়ে মৃত্যুবরণ করছি। আর তোমারই নাম নিয়ে জীবিত হব (জাগব)। (সহীহ বুখারী হাঃ৫৮৮০)
১৪) শোয়া থেকে উঠার দু'আ-
''আল'হামদু লিল্লাহিল্লাযী আ'হইয়ানা- বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশূর।''
অর্থ- সকল প্রশংসা সেই আল্ল-হর জন্য, যিনি আমাদের মৃত্যু দান করার পর পুনরায় জীবন দান করেছেন আর তাঁরই নিকট (আমাদের) ফিরে যেতে হবে। (সহীহ বুখারী হাঃ৫৮৮০)
১৫) ঋণ হতে মুক্তির ও স্বচ্ছলতা পাওয়ার দু'আ-
''আল্ল-হুম্মাকফিনী বি হালা-লিকা আন হারামিকা ওয়াগনিনী বিফাযলিকা 'আমমান সিওয়া-ক।''
অর্থ- হে আল্ল-হ! হালাল দ্বারা আমাকে যথেষ্ট কর, হারাম দ্বারা নয়। আমাকে তোমার অনুগ্রহ দ্বারা স্বচ্ছল কর, অন্য কারো মুখাপেক্ষী করোনা। (তিরমিযী হাঃ৩৪৯৪)
১৬) শির্ক হতে বেঁচে থাকার দু'আ-
''আল্লা-হুম্মা ইন্নি আউযুবিকা মিন আন উশরিকা বিকা শাইআন আ'লামুহূ ওয়া-আসতাগফিরুকা লিমা- লা- আ'লামুহূ।''
অর্থ- হে আল্ল-হ! নিশ্চয়ই আমি জেনে শুনে তোমার সাথে শির্ক করা থেকে আশ্রয় চাচ্ছি এবং না জেনে যা করে ফেলি তা থেকে ক্ষমা প্রর্থনা করছি। (সহীহুল জামে' সগীর ৩/২৩৩)
১৭) স্থলভাগে যানবাহনের দু'আ-
''সুবহা-নাল্লাযী সাখখারা লানা- হা-যা- ওয়ামা- কুন্না- লাহু মুক্বরিনীন। ওয়াইন্না- ইলা- রব্বিনা- লামুনক্বালিবুন।''
অর্থ- মহান আল্ল-হ খুবই পবিত্র, যিনি আমাদের জন্য একে অনুগত করেছেন। আমরা এর ক্ষমতাসীন ছিলামনা। আর আমাদেরকে প্রতিপালকের দিকেই ফিরে যেতে হবে। (সূরা আয-যুখরুফ)
১৮) পানি পথে বাহনের দু'আ-
''বিসমিল্লা-হি মাজরেহা- ওয়া মুরসা-হা- ইন্না- রব্বী লাগাফুরুর রহীম।""
অর্থ- এর গতি ও এর স্থিতি আল্ল-হর নামে; নিশ্চয়ই আমার প্রতিপালক ক্ষমাশীল দয়াবান। (সূরা হুদ, আয়াত-৪১)।
বিষয়: বিবিধ
২৪১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন