কতিপয় গুরুত্বপূর্ণ দু'আ-০৩

লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১৭ জুলাই, ২০১৩, ১১:৩৯:৩৯ সকাল

১০) দু'আ কবুলের প্রার্থনা-

''রব্বানা- তাকব্বাল মিন্না- ইন্নাকা আনতাস সামী'উল আলীম, ওয়াতুবু 'আলাইনা- ইন্নাকা আনতাত তাওয়া-বুর রহীম।''

অর্থ- হে প্রভু! তুমি আমাদের দু'আ কবুল কর, নিশ্চয়ই তুমি শ্রবণকারী সর্বজ্ঞানী। আর আমাদের তাওবা ক্ববুল কর, নিশ্চয়ই তুমি তাওবা গ্রহণকারী দয়ালু। (সূরা আল-বাক্বারাহ, আয়াত-১২৭)

১১) বাড়ি থেকে বের হওয়ার সময় দু'আ-

''বিসমিল্লা-হি তাওয়াককালতু 'আলাল্ল-হি ওয়া লা- হাওলা ওয়ালা- কুউয়াতা ইল্লা-বিল্লা-হ।''

অর্থ- আল্ল-হর নামে বের হলাম, আল্ল-হর উপর ভরসা করলাম, আমার কোন উপায় নাই; ক্ষমতা নেই আল্ল-হ ব্যতীত। (তিরমিযী হাঃ৩৩৬০)

১২) বাড়িতে প্রবেশের দু'আ-

''বিসমিল্লা-হি ওয়ালাজনা- ওয়া বিসমিল্লা-হি খরাজনা- ওয়া 'আল -লল্ল-হি রব্বিনা- তাওয়াক্কালনা-।''

অর্থ- আমরা আল্ল-হর নামে বাড়িতে প্রবেশ করলাম। আল্ল-হর নামে বাড়ি হতে বের হয়েছিলাম। আর আমরা আমাদের প্রতিপালকের উপর ভরসা রাখি। (আবূ দাউদ, মিশকাত হাঃ২৪৪৪)

বিষয়: বিবিধ

২১৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File