কতিপয় গুরুত্বপূর্ণ দু'আ-২
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ১৬ জুলাই, ২০১৩, ১১:১১:২৮ সকাল
০৬) রোগ যন্ত্রণা থেকে মুক্তির দু'আ-
''আযহিবিল বা'স, রব্বান্না'স, ওয়াশফি আনতাশ শা-ফী লা- শিফাআ ইল্লা- শিফাউকা শিফা-য়াল্লা ইউগা-দিরু সাক্বমা।
অর্থ-রোগ দূর কর, হে মানবের প্রভু! আরোগ্য দান কর, তুমিই রোগ আরোগ্যকারী, তোমার আরোগ্য ব্যতীত রোগ মুক্তির ব্যবস্থা নাই, তোমার আরোগ্য রোগের কিছুই অবশিষ্ট রাখেনা। (তিরমিযী হাঃ৩৪৯৬)
০৭) নিরানব্বইটি রোগ থেকে মুক্তির দু'আ-
''লা- হাওলা ওয়ালা- কুওয়াতা ইল্লা- বিল্লা-হ।''
অর্থ- আল্লা-হ তা'আলার শক্তি সামর্থ্য ছাড়া কারও কোন নিজস্ব শক্তি সামর্থ্য নাই।'' (সহীহ বুখারী, হাঃ৬১৪৯)
০৮) লাইলাতুল ক্বদরের ফযীলাতপূর্ণ দু'আ-
''আল্লা-হুম্মা ইন্নাকা আফুববুন তুহিববুল আফওয়া ফা-ফু আন্নি।''
অর্থ- হে আল্লা-হ! নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালবাস। অতএব আমাকে তুমি ক্ষমা করে দাও। (তিরমিযী, ইবনু মাজাহ, মিশকাত হাঃ১৯৯০/৮)
০৯) তাওবার শ্রেষ্ঠ দু'আ-
''আল্লা-হুমা আনতা রব্বী লা-ইলা-হা ইল্লা-আনতা খালাকতানী ওয়া আনা 'আবদুকা ওয়া আনা 'আলা-আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আ'উ-যুবিকা মিন শাররি মা- সানা'তু আবূ-উ লাকা বিনি'মাতিকা 'আলাইয়্যা ওয়া আবূ-উ বিযামবী ফাগফিরলী ফাইন্নাহু লা-ইয়াগফিরুয যুনুবা ইল্লা-আনতা।
অর্থ- হে আল্ল-হ! তুমি আমার প্রভু পরওয়ারদিগার। তুমি ভিন্ন আর কোন মা'বুদ নাই। তুমি আমাকে সৃষ্টি করেছ (তুমি স্রষ্টা)। আর আমি তোমার বান্দা। তোমার সঙ্গে যে প্রতিশ্রুতি ও প্রতিজ্ঞা করেছি-আমার সাধ্যমত সে সবের উপর (ক্বায়িম) রয়েছি। আমি যে অন্যায় করেছি তার থেকে তোমার আশ্রয় ভিক্ষা করছি। আমার প্রতি প্রদত্ত তোমার নি'আমাতের জন্য আমি স্বীকৃতি প্রদান করছি এবং আমার পাপ স্বীকার করে নিচ্ছি; অতএব আমাকে তুমি মাফ করে দাও। কারণ তুমি ভিন্ন গুনাহ মাফ করার আর কেউ নেই। (সহীহ বুখারী, হাঃ৫৮৯১)
বিষয়: বিবিধ
২৫৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন