মানুষ নিয়ে খেলা
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৫২:২২ দুপুর
ঘরে এবং বাইরে বলো
যুদ্ধ সকল খানে,
আকাশ পাতাল গোলাগুলি
বাজতে থাকে কানে।
যুদ্ধে যাদের জন্ম হল
যুদ্ধে হল মরণ,
জন্ম হতে মৃত্যুবধি
রক্ত হবে ক্ষরণ।
রক্ত যাদের নেশা ধরায়
যুদ্ধ যাদের খেলা,
মানুষ নিয়ে খেলে তারা
কাটায় সারা বেলা।
বিষয়: সাহিত্য
১১২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন