ইচ্ছেগুলো
লিখেছেন লিখেছেন নেহায়েৎ ০১ জুলাই, ২০১৩, ০২:৫০:৩৬ দুপুর
ইচ্ছে আমার স্বাধীনচেতায় মেঘের ভেলায় ভাসে,
স্বপ্ন দেখায় উল্টো চলে ভেংচি কেটে হাসে।
ইচ্ছেগুলো টানছে কাছে ফেলছে আবার ছুঁড়ে,
ইচ্ছেগুলোর ইচ্ছে হলেই থাকে অনেক দূরে।
ইচ্ছেগুলো আমায় নিয়ে খেলছে কোন খেলা,
জীবন নিয়ে খেলছে আমার যাচ্ছে বয়ে বেলা।
ইচ্ছেগুলো নিত্য নতুন ফোটায় ফুলের কুঁড়ি,
ইচ্ছেগুলো চির তরুণ হচ্ছি আমিই বুড়ি।
ইচ্ছেগুলো হাসায় কাঁদায় আঘাত হানে বুকে,
ইচ্ছেগুলো এমন স্বাধীন কাটছে তাদের সুখে।
ইচ্ছেগুলো আপন হয়ে হবে গলার মালা,
হঠাৎ তারা রূপ পাল্টে বাড়ায় বুকে জ্বালা।
ইচ্ছে তোমায় চাইতে কাছে এমন করে তুসি,
সব দিয়েছি জীবন হতে হয়না তবু খুশি।
ইচ্ছু বুঝি জীবন হতে আমায় গেছেই ভুলে,
আজ হতে সব ইচ্ছেগুলো রাখব শিকেয় তুলে।
বিষয়: বিবিধ
১৩৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন